মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ০১:৪৩:৩৪

এবার শিকার হলেন সায়ন্তিকা!

এবার শিকার হলেন সায়ন্তিকা!

বিনোদন ডেস্ক: রাজনীতিতে যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু গ্ল্যামারদুনিয়ারল লাইমলাইটে থাকতে পছন্দ করেন সায়ন্তিকা ব্যানার্জী। তাই তৃণমূলের প্রচারে বাংলার প্রত্যন্ত অঞ্চলে, মাঠেঘাটে ছুটে বেড়ালেও নায়িকাসুলভ আচরণ তার এখনও রয়ে গিয়েছে। 

শরীরচর্চা করে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি দিয়েছিলেন মাত্র। আর তাতেই একেবারে রে-রে করে উঠল নেটপাড়ার নীতিপুলিশদের একাংশ। ভয়ংকরভাবে বডি শেমিংও করা হল অভিনেত্রীকে। একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সায়ন্তিকা। 

রাজ্যের শাসক দলের টিকিটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে লড়লেও জিততে পারেননি। তারপর থেকেই বিভিন্ন দলীয় কর্মসূচীতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পঞ্চায়েত ভোটের আগেও জোরদার প্রচার চালিয়েছেন। বাংলা সিনে ইন্ডাস্ট্রির এই নায়িকা যে ক্রমশ ‘জনপ্রতিনিধি’ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা বলাই বাহুল্য। 

তবে এবার স্বল্পবসনা অবতারে ধরা দিয়ে নেটপাড়ায় কটাক্ষের শিকার হতে হল সায়ন্তিকাকে। এমনকী নায়িকার রাজনৈতিক সত্ত্বা তুলেও কটুক্তি করতে ছাড়লেন না নিন্দুকরা। কেউ ওজন নিয়ে খোঁটা দিলেন তো কেউ বলছেন, ‘এটা জনপ্রতিনিধির পরিচয়!’ 

আবার ঘাসফুল শিবিরকে বিঁধে সায়ন্তিকাকে কারও কটাক্ষ, ‘তৃণমূলে ঢোকার পর ঘুষের টাকা খেয়ে পেট ফুলে গেছে…।’ কেউ বা আবার পোশাক নিয়েও ব্যঙ্গ করলেন নায়িকাকে। এই অবশ্য প্রথম নয়, এর আগেও সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে সায়ন্তিকাকে। 

তখন অবশ্য সপাটে কষিয়ে জবাব দিয়েছিলেন তিনি। তবে এবার বডি শেমিং কটাক্ষ নিয়ে এখনও মুখ খোলেননি। সোশ্যাল মিডিয়ায় নারীদের উত্যক্ত করা খানিক যেন জলভাতের মতোই বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই কটাক্ষের মুখে পড়তে হয় মেয়েদের। এবার রাজনীতির প্রসঙ্গ টেনে সায়ন্তিকাকে ভয়ংকর কটাক্ষের শিকার হতে হল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে