মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ০৩:৫৯:০১

ডন আবু সালেমের সঙ্গে প্রেম-ঘনিষ্ঠতাই কাল হল: মণিকা বেদি

ডন আবু সালেমের সঙ্গে প্রেম-ঘনিষ্ঠতাই কাল হল: মণিকা বেদি

বিনোদন ডেস্ক: মরিয়া চেষ্টা করছেন! কিছুতেই বলিউডে জায়গা পাচ্ছেন না। সেখান থেকেই জন্ম নিচ্ছে হতাশা। সেই হতাশা মণিকা বেদির কথাতে। সাম্প্রতিক সাক্ষাৎকারে একথা নিজে জানিয়েছেন তিনি। তখন নয়ের দশক। 

‘সুরক্ষা’, ‘তিরচি টোপিওয়ালে’, ‘জোড়ি নং ১’-এর মতো ছবিতে অভিনয় করে বলিউডের নজর কেড়েছিলেন। তারপরেই আবু সালেমের সঙ্গে প্রেম, ঘনিষ্ঠতা। নথি জালের মতো অনৈতিক কাজ। ক্রমশ পায়ের তলার মাটি সরে গিয়েছে তাঁর। 

অন্ধকার দুনিয়ার মানুষদের সঙ্গে সম্পর্কের কারণে বেশ কিছুদিন জেলেও থাকতে হয়েছে তাকে। মণিকা হয়তো ভেবেছিলেন, আবু সালেমের মতো দোর্দণ্ডপ্রতাপের সঙ্গে সম্পর্কে জড়ালে আখেরে তার লাভ। এই সম্পর্কই যে ব্যুমেরাং হয়ে তার দিকে ফিরবে, কে জানত? 

বলিউড তাকে সরিয়ে দিয়েছে। সমাজ তাকে একঘরে করেছে। জেলমুক্তির পরে দিনের পর দিন মায়ানগরীতে ঘুরেছেন। টিনসেল টাউন সেই যে মুখ ফিরিয়ে, আর সুনজরে দেখেনি! অথচ, মণিকা একাই নন। সে সময়ে বহু নায়িকা আন্ডারওয়ার্ল্ড ডনদের সঙ্গে ওঠাবসা করতেন। তালিকায় ছিলেন বহু অভিনেতাও। 

তারা সময়ে সামলে নিতে পেরেছিলেন। মণিকা পারেননি। ভীষণ সুন্দর, প্রতিভাসম্পন্ন এই অভিনেত্রী একেবারে হারিয়ে গিয়েছেন। এখন কী অবস্থা তার? খারাপ সময় কাটিয়ে ওঠার পরেও অভিনেত্রীকে কেউ বিশ্বাস করে না! তাই মাথাগোঁজার কোনও স্থায়ী আস্তানা নেই। 

অতীতের কালো ছায়া এখনও সরেনি। তাই অভিনয় দুনিয়া তাকে ডাকে না। সব কিছুর জন্য মণিকা নিজেকেই দায়ী করেছেন। বলেছেন, ‘‘আবু সালেমের সঙ্গে সম্পর্কে না জড়ালে পেশাজীবনে অনেক উন্নতি করতে পারতাম। ভুল প্রেমটাই কাল হল!’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে