মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ০৪:৪১:৩১

১৫ বার বিয়ে! কে এই বাংলার তামান্না?

১৫ বার বিয়ে! কে এই বাংলার তামান্না?

বিনোদন ডেস্ক: কাভালাইয়ার সুরে বুঁদ নেটপাড়া। জেলার ছবির ওই গানে বিন্দাস অবতারে ধরা দিয়েছেন রজনীকান্ত এবং তামান্না ভাটিয়া। তাদের হুক স্টেপে রিল বানাচ্ছে গোটা দেশ। ট্রেন্ডে গা ভাসালেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাক্ষি দে।

তামান্নার পর থাই স্লিট স্কার্ট আর সোনালি ব্লাউজ পরেই কাভালিয়ার সুরে ঠুমকা লাগালেন তিনি। এমনকী জি করদার নায়িকার মতো চুলও কার্ল করিয়েছিলেন ইন্দ্রাক্ষি। তার নাচ দেখে কেউ লিখলেন, 'উফ! বাংলার তামান্না।' 

কারও মন্তব্য, 'দুর্দান্ত তো!' অপরজন বললেন, 'বরাবরের মতোই হট অ্যান্ড সেক্সি। ২০১৭ সালে ঝুমুর সিরিয়ালের হাত ধরে বিনোদন জগতে পা রেখেছিলেন ইন্দ্রাক্ষি দে। ২০১৮ সালে তিনি কাজ করেন হৃদয় হরণ BA পাশ ধারাবাহিকে।

২০২০ সালে যমুনা ঢাকি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০২২ সালে মাধবীলতায় কাজ করেন তিনি। খুব বেশিদিন চলেনি ওই ধারাবাহিক। তবে বর্তমানে মুকুটে কাজ করছেন ইন্দ্রাক্ষি।

বরাবরই সোশ্যাল মিডিয়ায় গ্ল্যাম লুকে ধরা দেন ইন্দ্রাক্ষি। অনুরাগীরা তাকে একবার দেখার জন্য বসেও থাকেন। তাদের নিরাশ করেন না অভিনেত্রী। নিয়মিত ছবি পোস্ট করে তাক লাগিয়ে দেন তিনি। বেশিরভাগ মানুষ তার প্রশংসা করলেও, নিন্দুকরা কিন্তু তাকে খোঁচা দিতে ছাড়েন না।

যেমন, কয়েক মাস আগেই অপরাজিতা আঢ্যর সঙ্গে আড্ডা দিতে বসে ইন্দ্রাক্ষি জানিয়েছিলেন, ১৫ বার বিয়ে করেছেন তিনি। টেলি স্টার বলেছিলেন, 'এই বিয়ে আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত।' ওই ভিডিও ক্লিপ ঝড়ের গতিতে ভাইরাল হয়। ২৩ বছরের অভিনেত্রীর কথা শুনে চমকে গিয়েছিলেন অনেকেই। কিছুজন প্রশ্ন করেছিলেন, 'এ কী করে সম্ভব?'

যদিও ভিডিয়োটি কিছুটা দেখার পর স্পষ্ট হয়েছিল আসল বিষয়। ইন্দ্রাক্ষি জানিয়েছিলেন, রিললাইফে ১৫ বার বিয়ে করেছেন তিনি। সেই সময় এ প্রসঙ্গ টেনে ভীষণ ট্রোল করা হয়েছিল টেলি অভিনেত্রীকে। যদিও বিষয়গুলিকে সেভাবে পাত্তা দেননি ইন্দ্রাক্ষি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে