বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১০:৫২:৩৩

এটা পেলে বাড়িতে ভাবি খুশি হবে: রণবীর সিং

এটা পেলে বাড়িতে ভাবি খুশি হবে: রণবীর সিং

বিনোদন ডেস্ক: আলিয়া ভাট্ট এবং রণবীর সিং বর্তমানে ব্যস্ত তাদের আসন্ন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রচার নিয়ে। চার বছর আগে তাদের একসঙ্গে দেখেছিলেন দর্শক। ছবির নাম ছিল ‘গলি বয়’। মাঝে অনেক পরিবর্তন এসেছে।

আলিয়া বিয়ে করেছেন, ইতিমধ্যে মাও হয়েছেন তিনি। কয়েক যুগ আগে মানুষের ধারণা ছিল যে বিয়ে হয়ে যাওয়ার পর বা সন্তান জন্মের নায়িকাদের কেরিয়ার অনেকটাই পিছনে চলে যায়। যদিও সেই সব ধারণা এখন অতীত। দর্শকের কাছে অন্য দৃষ্টান্ত তৈরি করেছেন কারিনা কাপূর, আলিয়ারা।

তাদের জনপ্রিয়তায় বিন্দুমাত্র কোনও প্রভাব পড়েনি। সেই আঁচ আরও এক বার পাওয়া গেল নায়িকার নতুন ছবির প্রচারের সময়। সম্প্রতি দিল্লিতে ছবির একটি গানের লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। সেখানেই বিশ বছরের এক ভক্ত উঠে আসেন মঞ্চে। 

তার হাতে ছিল একজোড়া কানের দুল। ভক্তকে দেখে এগিয়ে আসেন আলিয়ার সহ-অভিনেতা রণবীর। তিনি সব সময় দর্শকের সঙ্গে কথা বলতে পছন্দ করেন। 

আলিয়ার এই ভক্তকে সামনে পেয়ে মজা করে বললেন, “তুমি আলিয়ার থেকে আলিঙ্গন নিয়ে এসো। আর আমায় এই কানের দুলজোড়া দিয়ে দাও। বাড়িতে ভাবি খুশি হবে পেলে।” রণবীরের কথা শুনে সবাই হেসে ওঠে। 

সবাই বুঝতে পেরেছেন রণবীর তার স্ত্রী দীপিকা পাড়ুকোনের দিকেই ইঙ্গিত করেছেন। করণ জোহর পরিচালিত এই ছবি নিয়ে দর্শকের মনে উত্তেজনা বিপুল। ২৮ জুলাই মুক্তি পাবে এই ছবি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে