বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ০৪:৪১:৩৫

'বিবাহিত পুরুষের জন্য এটা খুব খারাপ, বরুণকে চড় মারা উচিত জাহ্নবীর'

'বিবাহিত পুরুষের জন্য এটা খুব খারাপ, বরুণকে চড় মারা উচিত জাহ্নবীর'

বিনোদন ডেস্ক: বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর বাওয়াল সিনেমার মাধ্যমে প্রথমবর জুটি বেঁধেছেন। এবং ট্রেলারটি দেখার পর থেকেই ভক্তেরা তাদের রসায়নও বেশ পছন্দ করছেন। ইতিমধ্যে সিনেমার প্রচারও জোরদারভাবে শুরু করেছেন তারা। 

একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। যেখানে অভিনেতাকে মজা করে জাহ্নবী কাপুরের কানে কামড় দিতে দেখা গিয়েছে। যা দেখে রীতিমতো বিরক্ত নেটিজেনরা।

মঙ্গলবার, বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কপুরের আসন্ন সিনেমা বাওয়ালের প্রচারের একটি ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। ছবিতে, বরুণকে জাহ্নবীর কান কামড়াতে দেখা যায়। তাদের দুইজনকেই কালো রঙের পোশাক পরে দেখা গিয়েছে। 

জাহ্নবীকে কালো অফ-শোল্ডার ড্রেস পরে আর বরুণ ধাওয়ানকে কালো জ্যাকেট পরতে দেখা গিয়েছে। রেডডিট ব্যবহারকারীদের একজন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করতেই তা নিয়ে শুরু হয় নানা চর্চা। নেটিজেনরা বরুণ ধাওয়ানের আচরণে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন। 

একজন মন্তব্য করেছেন, ‘যেভাবে তিনি মহিলা সহ-অভিনেত্রীদের প্রতি স্পর্শকাতর হয়ে যান এবং এই সমস্ত অশ্লীলতা করতে থাকেন, তা একেবারেই হাস্যকর।’ অন্য একজন লিখেছেন, ‘একজন বিবাহিত পুরুষের জন্য এটি করা সত্যিই ভয়ংকর।’ 

কেউ আবার মন্তব্য করেছেন, ‘এখানেই জাহ্নবীর চড় মারা উচিত ছিল।’ কারও মতে, ‘এই লোকটার কোনও সীমারেখা নেই। কোথায় থামতে হয় জানে না। অত্যন্ত হাস্যকর ব্যবহার। নিজের বিন্দুমাত্র কোনও সম্মান নেই।’

এর আগেও বরুণ ধাওয়ান এমন নানা ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তিনি নিতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তাঁর পারফরম্যান্সের সময় জিজি হাদিদকে 'সম্মতি ছাড়াই' টেনে ধরে চুমুতে বিতর্কে জড়িয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে