বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ০৯:৩১:৪৮

বলিউডে এমন কমেডি-ড্রামার সিনেমা খুব কমই হয়!

 বলিউডে এমন কমেডি-ড্রামার সিনেমা খুব কমই হয়!

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তির এক যুগ পূর্ণ করলো জয়া আখতার পরিচালিত সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে।

কিন্তু মুক্তির এত বছর পরও এখনো যেন সিনেমাটিতে নতুনত্বের ছোঁয়া মেলে! কেননা বলিউডের এমন কমেডি-ড্রামা ঘরানার সিনেমা খুব কমই তৈরি হয়েছে!

কিন্তু সিনেমাটি মুক্তির এতটা বছর পর এর টোমাটিনা উৎসবের কথা মনে আছে কি? যেখানে ‘এক জুনুন’ গানে হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার ও অভয় দেওল নাচে মেতেছিলেন! সিনেমাতে প্রদর্শিত সেই গানটি টোমাটিনা ফেস্টিভ্যালের কারণে বেশ চর্চিত হয়েছিল দর্শকমহলে!

কিন্তু জানেন কি কত টন টমেটো অর্ডার করতে হয়েছিল সেই গানের শুটিংয়ের জন্য? এ বিষয়ে সিনেমাটির মুক্তির সময় প্রযোজক রিতেশ সিধওয়ানি বলেছিলেন, উৎসবটিকে বাস্তব সম্মত দেখাতে সেই সময় প্রচুর টমেটো পর্তুগাল থেকে আমদানি করতে হয়েছিল তাদের।

কারণ স্পেনে টমেটো তখনও পাকেনি! ফলে পর্তুগাল থেকে ১৬ টন টমেটো আমদানি করতে হয়েছিল! শোনা যায়, শুধু টমেটোর দাম এবং সেখানে আনতে খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা!

সিনেমা মুক্তির সময় জয়া আরও জানিয়েছিলেন, একই জায়গায় তিনি টোমাটিনা উৎসবের শুটিং করেছিলেন যেখানে এটি আসলে ঘটেছিল। সুতরাং, তাকে এটির জন্য বুনিওল শহরের জায়গাটি বুক করতে হয়েছিল।

তবে বুনিওলের বাসিন্দারা অত্যন্ত আপ্লুত ছিলেন এ বিষয়ে। কারণ তারা সেই বছর দুই বার টোমাটিনা উৎসবটি উদযাপন করেছিল। একবার স্পেনের জন্য এবং একবার ভারতের জন্য!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে