স্পোর্টস ডেস্ক: আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন কেকেআরের রিঙ্কু সিং। এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছেন রিঙ্কু। চীনের হাংঝাউতে এবার বসছে এশিয়ান গেমসের আসর।
টুর্নামেন্টে নিজেকে মেলে ধরাই এখন লক্ষ্য রিঙ্কুর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বরাবর তিনি সুরেশ রায়নার ভক্ত। নিয়মিত রায়নার থেকে টিপস নেন তিনি। এমনকী হরভজন সিংও যে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা জানাতে ভোলেননি কেকেআরের এই বাঁহাতি ব্যাটার।
রিঙ্কু বলেছেন, ‘সুরেশ রায়না আমার আইডল। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। আইপিএলে রাজা বলে মনে করি রায়নাকে। নানা সময় টিপস পাই রায়নার থেকে। ভাজ্জিও আমাকে বহুবার সাহায্য করেছে।’ এবারের আইপিএলে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। তার মধ্যে গুজরাটের বিরুদ্ধে পাঁচ ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন রিঙ্কু। এরপর থেকেই লাইমলাইটে রিঙ্কু।