বিনোদন ডেস্ক: জীতু কমলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে লম্বা আবেগঘন পোস্ট করেন তার স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস। প্রথমে সেই বিচ্ছেদের কথা অস্বীকার করলেও পরবর্তীকালে জানা যায় যে তিনমাস আগে থেকেই শুরু হয়েছে বিচ্ছেদের প্রক্রিয়া।
ইতোমধ্যেই তারা ব্যস্ত হয়ে পড়েছেন যে যার কাজে। জীতু তার আগামী ছবির শ্যুটিং করছেন লন্ডনে। অন্যদিকে নবনীতা ব্যস্ত তার ধারাবাহিকের কাজে। এর মাঝেই নবনীতাকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বুধবার নবনীতা দাসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন রানা সরকার।
সেই ছবি ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। অনেকেই অনুমান করেন যে তাহলে হয়তো বড়পর্দায় ডেবিউ করবেন নবনীতা। সত্যিই কি তাই? প্রযোজক রানা সরকার জানান যে নবনীতাকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে নবনীতা নজর কেড়েছিলেন মা তারা চরিত্রে।
সেই রকমই কোনও চরিত্রের জন্য তার কথা ভাবেন প্রযোজক। রানা বলেন, ‘হ্যাঁ, নবনীতার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। এই মুহূর্তে সিরিয়াল করছে। তাই সেই ভাবে সময়টা ভাগ করে নিতে হবে। ওর অভিনীত মা তারার চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। তেমনটাই কিছু করার ইচ্ছে আছে।’
প্রযোজক আরও বলেন, ‘নবনীতাও বলেছে যদি ব়ড় পর্দায় ভাল চরিত্রে অভিনয় করার সুযোগ পায়, তা হলে ছোট পর্দায় কাজ করা কমিয়ে দেবে। পরিচালনার দায়িত্বে থাকবে নতুন একটি ছেলে। নামটা এখনই বলছি না।’
পাশাপাশি নবনীতাও জানান যে, ‘রানাদা ডেকেছিলেন একটি পৌরাণিক গল্পের জন্য। কিন্তু এখন আমি হয়তো করতে পারব না। কারণ আমার ধারাবাহিক চলছে। হয়তো আগামী বছরের শুরুতে এই কাজটি হবে। তখন চূড়ান্ত কথাবার্তা হবে।’