বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ০৪:০৫:০৯

মা হলেন বলিউডের আরেক বাঙালি অভিনেত্রী

মা হলেন বলিউডের আরেক বাঙালি অভিনেত্রী

বিনোদন ডেস্ক: মা হলেন বলিউডের আরেক বাঙালি অভিনেত্রী ঈশিতা দত্ত। বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। সে খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন ঈশিতার স্বামী অভিনেতা বৎসল শেঠ। 

সদ্যজাতর মুখ হৃদয়ের ইমোজি দিয়ে ঢেকে শেয়ারও করলেন ঈশিতা ও বৎসল। অজয় দেবগণ ও টাব্বু অভিনীত দৃশ্যম ছবিতে দেখা গিয়েছিল ঈশিতাকে। ঈশিতা দত্তের অন্য পরিচয়ও রয়েছে। তিনি বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তর বোন।

২০১৭ সালে মুম্বইয়ের ইশকনের মন্দিরে বৎসলের সঙ্গে বিয়ে হয় ঈশিতার। বিয়ের ছয় বছরের মাথায় ঈশিতার কোলে এল ফুটফুটে সন্তান। হাসপাতাল সূত্রের খবর, মা ও সন্তান সুস্থ রয়েছে। গত এপ্রিল মাসে নিজেই সেই খবর শেয়ার করেন ‘দৃশ্যম’ খ্যাত অভিনেত্রী। 

মে মাসে আন্তর্জাতিক মাতৃদিবসে ঈশিতার জন্য সাধ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেই ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছোট ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তার নিত্যদিনের জীবনযাপনও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে