বিনোদন ডেস্ক: কথাতেই বলে, মা আর সন্তানের থাকে নারীর টান। জন্মের সময় গর্ভে থাকা অবস্থাতেই মা আর সন্তানের গভীর ভালোবাসা। সেলিনা জেটলি তার প্রয়াত ছেলে শমসেরের একটি ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।
গর্ভাবস্থার মাত্র ৩২ সপ্তাহে জন্ম হয়ে যায় তাঁর সন্তানের। কিন্তু বাঁচানো যায়নি সেই ছেলেকে। হৃদরোগের কারণে সেই ছেলেকে হারিয়ে ছিলেন অভিনেত্রী। বুধবার ইনস্টাগ্রামে সেলিনা যে পোস্টটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে বুকের কাছে তিনি ধরে আছেন সদ্যজাত ছেলেকে।
পাশে বসে সেলিনাকে জড়িয়ে ধরে আছে স্বামী পিটার হাগ। পরের ছবিটি এনআইসিইউর। একদম শেষ ছবিটি সেলিনার গোটা পরিবার একসঙ্গে হাসিমুখে ছবির জন্য পোজ দিয়েছে।
ছবিগুলি শেয়ার করে সেলিনা লেখেন, ‘আমাদের জীবনের এই পর্বের সঙ্গে মানিয়ে নিতে আমার পাঁচ বছর লেগে গিয়েছে। কিন্তু আমি অবশেষে সেই সময়ের কথা বলার মতো সাহস জোগাড় করে ফেলেছি আমি আর পিটার। যেহেতু আমাদের সন্তানের প্রিটার্ম জন্ম এবং শিশু হারানোর আঘাত মোকাবিলা করা সহজ ছিল না।
তবে আমরা চাই আমাদের মতো মা-বাবারা জানুক তাদের সঙ্গেও এমনটা হতে পারে। ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা দুজনেই নিশ্চিত করতে পারি যে প্রিমি বেবি বিশ্বাস এবং প্রার্থনার শক্তি এবং মানুষের লড়াই করার ক্ষমতা শিখিয়ে দিয়ে যায়। মনে রাখবেন বেশিরভাগ প্রিমি বেবিই কিন্তু বেঁচে যায় এবং সম্পূর্ণ স্বাভাবিক, সুস্থ জীবনযাপন করে।’