বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ০৫:৫৫:৪৩

কেউ পাত্তা দেয়নি, হঠাৎ বড় পরিচালক ও অভিনেতার সঙ্গে কাস্টিং

কেউ পাত্তা দেয়নি, হঠাৎ বড় পরিচালক ও অভিনেতার সঙ্গে কাস্টিং

বিনোদন ডেস্ক: ​করণ জোহরের হাত ধরে বলিউডে পা?​ বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জোহর। তার স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির ফ্র্যাঞ্চাইজিটিকে এবার একটি ওয়েব সিরিজে পরিণত করতে চলেছেন। পরবর্তী কিস্তি, স্টুডেন্ট অফ দ্য ইয়ার থ্রি-তে উদীয়মান অভিনেতা শানায়া কাপুর, সঞ্জয় কাপুর এবং মহীপ কাপুরের কন্যার আত্মপ্রকাশ। 

সম্প্রতি ঘোষণা করা হয়েছিল যে শানায়া কাপুরকে করণ জোহরের ছবি বেধড়কে অভিষেক হবে না। পরিবর্তে মোহনলালের প্যান-ইন্ডিয়া ছবি বৃষভায় তাকে দেখা যাবে। তবে শানায়া ইতিমধ্যেই অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল-এ সহকারী পরিচালকের পদে কাজ করেছেন। 

তবে অভিনয়ে তার উত্তরণ নিয়ে গত কয়েক বছর ধরেই চলছে আলোচনা। রিপোর্ট অনুসারে করণ জোহর ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে যৌথভাবে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির ফ্র্যাঞ্চাইজিটিকে একটি ওয়েব সিরিজে পরিণত করছেন৷ ছবিটি বর্তমানে স্ক্রিপ্ট তৈরির পর্যায়ে রয়েছে এবং এই বছরের শেষের দিকে মুক্তি পাবে। 

ডিজনি প্লাস হটস্টার শানায়ার পাশাপাশি আরও কিছু নতুন মুখের পরিচয় দেবে বলেও আশা করা হচ্ছে। এবং এর জন্য কাস্টিং প্রক্রিয়াও চলছে বলে জানা গিয়েছে। শোটির প্লট তাই এখনও জানা নেই কারও। তবে প্রতিবেদনে উদ্ধৃত সূত্র অনুসারে, এক মাসের মধ্যে সিরিজটির পরিচালক চূড়ান্ত করা হবে বলেও আশা করা যাচ্ছে। 

গত দুই বছর ধরে শানায়ার বলিউডে লঞ্চের খবর শোনা যাচ্ছে। এই তারকা সন্তান প্রাথমিকভাবে করণ জোহরের বেধড়ক-এ অভিনয় করার কথা থাকলেও এখন কিংবদন্তি অভিনেতা মোহনলালের আসন্ন চলচ্চিত্র বৃষভায় শানায়ার প্রথম চলচ্চিত্র হয়ে উঠতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে