বিনোদন ডেস্ক: বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে গেছেন হিরো আলম। আজ বৃহস্পতিবার ফের সেখানে যান তিনি। তবে এবার অপরাধীর হয়ে নয় ১৭ জুলাই উপ নির্বাচনের দিন তার ওপর হামলার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে গেছেন আলম।
জানা যায়, বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন হিরো আলম। এর আগে সংবাদমাধ্যমকে ডিবির একটি সূত্র জানায়, বিকাল ৩টায় হিরো আলমকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। মূলত হামলার ঘটনায় সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্তের উদ্দেশ্যেই তাকে তলব করা হয়েছে।
এ প্রসঙ্গে ডিবি কার্যালয়ে বসে হিরো আলম বলেন, আমার ওপর যে হামলা হয়েছে, সেই হামলাকারীদের শনাক্ত করার জন্য ডিবিপ্রধান হারুন অর রশিদ আমাকে ডিবি কার্যালয়ে ডেকেছেন। তাই আমি এসেছি।
ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে নির্বাচন করেন হিরো আলম। নির্বাচনের দিন বিকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে রামপুরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।