শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১০:৩৬:৫৮

৫০ বছর বয়সে ফের বাবা হলেন অর্জুন রামপাল

৫০ বছর বয়সে ফের বাবা হলেন অর্জুন রামপাল

বিনোদন ডেস্ক: ফের বাবা হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বৃহস্পতিবার অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়াল জন্ম দিলেন পুত্র সন্তানের। এর আগেও অর্জুনের সঙ্গে গ্যাব্রিয়েলার আরেকটি পুত্র সন্তান রয়েছে। অন্যদিকে, চতুর্থবার বাবা হলেন অর্জুন।

অজুর্নের প্রথম পক্ষের স্ত্রী মেহের জাসিয়ার সঙ্গে দুটি কন্যাসন্তান রয়েছে। নতুন সন্তান আসার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অর্জুন। অর্জুন লিখেছেন, ‘আমার পরিবার এবং আমার জীবনে একটি ফুটফুটে পুত্র সন্তান এলো। মা আর ছেলে দুজনেই ঠিক আছে।’

২০১৯ সালে প্রথম পক্ষের স্ত্রী মেহেরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অর্জুনের। তার আগে থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে লিভ ইন রিলেশনশিপে রয়েছেন অর্জুন। অর্জুনকে শেষবার কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘ধকড়’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে মুখ থুবরে পড়েছিল। তবে আগামীতে তাকে আব্বাস মস্তানের ছবি ‘পেন্টহাউজ’ -এ দেখা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে