শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১০:৪৭:২৬

আমার মা এখনও আমাকে ঘেন্না করেন: সানি লিওন

আমার মা এখনও আমাকে ঘেন্না করেন: সানি লিওন

বিনোদন ডেস্ক: বহু বছর আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী সানি লিওন। তবুও নীল ছবির ট্যাগ যেন তার শরীর থেকে সরছে না। মাঝে মধ্যেই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানির গলায় যেন মিশে গেল একরাশ অভিমান। 

তিনি স্পষ্ট জানালেন, তার মা এখনও তাকে ঘেন্না করেন! সম্প্রতি মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। সেখানে সানি জানান, “আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন ওই দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়।”

সানি বলেন, “আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। তারপর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা ভাল আমাকে ঘেন্না করে। এখনও ঘেন্না করেন।”

প্রসঙ্গত, অতীত ভুলে এগিয়ে চলাটা খুব কঠিন। যারা পারেন, তারা জীবনের সর্বত্র এগিয়ে থাকেন। তবে সমাজ অনেক সময় অতীতকে মনে করিয়ে পা টেনে ধরতে চায়। ঠিক যেমনটি ঘটেছে সানি লিওনের সঙ্গে। 

এসেছিলেন বিগ বস রিয়্য়ালিটি শোয়ে। তারপর পরিচালক মহেশ ভাটের নজরে পড়ে ‘জিসম ২’ ছবি থেকে বলিউডে পা। একের পর এক সিনেমা করলেও, সানির শরীর থেকে তকমা কিন্তু যায়নি। সানি চেষ্টা করেছিলেন এই ইমেজ ভাঙতে। তবুও বেশিরভাগ লোকজন বার বার ফিরিয়ে নিয়ে গিয়েছেন তাকে পুরনো জগতে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে