বিনোদন ডেস্ক: দুই সপ্তাহ আগের কথা। জম্মুতে প্রবল বৃষ্টির জন্য একাধিক অঞ্চলে ধস নেমেছিল। যার জেরে পরপর দুই দিন বাতিল করে দেওয়া হয় অমরনাথ যাত্রা। ফলে ফাঁপড়ে পড়েছিলেন বহু পুণ্যার্থী। তবে এবার আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের অমরনাথে ভক্তদের ঢল নেমেছে।
এবার সেখানেই তীর্থ করতে গেলেন বলিউডের 'সংস্কারি কন্যা' সারা আলি খান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কাশ্মীর থেকে একাধিক ছবি শেয়ার করেছেন সারা। সেখানেই অভিনেত্রীকে দেখা গেল উপত্যকার স্থানীয় মানুষদের সঙ্গে মিশে গিয়ে তাদের অস্থায়ী ছাউনিতে যেমন চায়ের স্বাদ উপভোগ করতে, তেমনই সেই অঞ্চলের কচিকাচাদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে।
এমনকী ছাগল কোলেও ছবি তুলেছেন সারা আলি খান। আসলে তারকাসন্তান হলেও কোনওদিনই তার মধ্যে গ্ল্যামারদুনিয়ার ব্যক্তিত্বদের মতো অহমবোধের লেশমাত্র নেই! উপত্যকা অঞ্চলে কয়েক দিন কাটিয়ে সেখান থেকে অমরনাথ তীর্থে গিয়েছেন সাইফ-কন্যা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রীকে দেখা গেল দুর্গম পাহাড়ে পায়ে হেঁটে অমরনাথের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। আর অভিনেত্রীকে কড়া নিরাপত্তাবলয়ে বেষ্টিত করে রেখেছেন স্থানীয় ট্যুর গাইডরা।
সেই ভিডিও দেখে ফের সারা আলি খানকে ধন্য ধন্য করলেন নেটিজেনরা। এমনকী সারাকে বলিপাড়ার ‘সংস্কারি কন্যা’ বলে সম্বোধনও করেছেন তারা। কাশীর বিশ্বনাথ, আসমে কামাখ্যা থেকে কেদারনাথ, উজ্জিয়িনীর মহাকালেশ্বর মন্দির একাধিক তীর্থক্ষেত্র দর্শন করে ফেলেছেন সারা। এবার অমরনাথ যাত্রায় গেলেন সারা আলি খান।