বিনোদন ডেস্ক : সবাই ধরেই রেখেছিলেন, রণবীর কাপুরের ব্রেক-আপ হয়ে যাওয়ার পর দীপিকা পাড়ুকোন ফিরতে পারেন তার কাছে। বর্তমান প্রেমিক রণবীর সিংকে মাঝ রাস্তায় ফেলে! দীপিকা আর রণবীর সিংয়ের সাম্প্রতিক মনোমালিন্য কি ইঙ্গিত করছে সেই দিকেই?
বিষয়টা নিয়ে স্বাভাবিক ভাবেই মুখ খুলছেন না দীপিকা বা রণবীরের কেউই! তবে, বলিউডের নয়া গুজব বলছে, সমস্যা একটা শুরু হয়েছে তাদের রসায়নে। এবং, সমস্যাটা দেখা দিয়েছে দীপিকার তরফে! রণবীরের তরফে নয়।
আসলে, রণবীরের চড়া স্বভাব না কি আজকাল আর বরদাস্ত করতে পারছেন না দীপিকা। রণবীর সব সময়ে জোরে জোরে কথা বলেন, ছেলে বন্ধুদের জড়িয়ে ধরে চিবুকে চুমু খান, পার্টিতে অকাতরে জড়িয়ে ধরেন বান্ধবীদের- এ সবই না কি ইদানীং দীপিকার কাছে বিরক্তিকর বলে মনে হচ্ছে!
এমনকী, সবার সামনেই রণবীর তার প্রতি ভালবাসা জাহির করে বেড়ান, সেটাও খুব একটা ভাল ভাবে নিচ্ছেন না দীপিকা! ফিল্মফেয়ারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই যেমন দীপিকার কাছে ধমক খেয়েছিলেন রণবীর। সবার সামনেই ভালবাসা জাহির করার জন্য। তার পর, সারাটা সন্ধ্যা মুখ গোমড়া করে ছিলেন নায়ক। সেরা অভিনেতার পুরস্কার পেয়েও তার মন খারাপ কমেনি!
তাহলে? এবার সম্পর্ক এগোচ্ছে কোন পথে? বলা মুশকিল! আপাতত, দীপিকা হলিউডের ছবির কাজে বেশির ভাগ সময়টাই থাকবেন রণবীরের থেকে দূরে। দেখা যাক, দূরত্ব তাদের ভালবাসা ফের ফিরিযে আনে কি না!
০১ ফেব্রুয়ারী,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি