বিনোদন ডেস্ক: প্রভাস-দীপিকার নতুন সিনেমার নাম পরিবর্তন হল ‘প্রোজেক্ট K’-এর। নাগ অশ্বিন পরিচালিত ছবির নতুন নামকরণ করে রাখা হয়েছে- 'কল্কি 2898 AD'। ছবির ঘোষণার পর থেকেই দর্শকমহলে উত্তেজনা ছিল তুঙ্গে।
ছবিতে এক দিকে রয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস, অন্য দিকে দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চনের মতো বলিউডের দুই বড় অভিনেতা। ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা কমল হাসানকে।
চলতি বছরে সান দিয়েগোর ‘কমিক কন’ অনুষ্ঠানে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। সায়েন্স ফিকশন ফ্যান্টাসি ড্রামায় নতুন ভারতীয় সুপারহিরো। প্রথম ঝলকের ভিডিয়ো সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে এবং ক্রমশ ভাইরাল হচ্ছে।
মার্ভেল মুভির মতোই নাগ অশ্বিনের এই অ্যাকশন ড্রামা অশুভ শক্তির সঙ্গে লড়বে। এতে সুপারহিরো কল্কির গল্প বলা হবে এবং এই চরিত্রে অভিনয় করছেন প্রভাস। একই সঙ্গে টিজারে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাচ্ছে হটকে স্টাইলে। টিজারে কমল হাসান এবং অমিতাভ বচ্চনের ঝলক মেলেনি। এমনকি ছবিট মুক্তির তারিখও ঘোষণা করা হয়নি।