শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ০২:০৭:৫৮

রাত দুটোর সময় সুপ্রিয়ার ঘরে এসে উঠেছিলেন উত্তম কুমার

রাত দুটোর সময় সুপ্রিয়ার ঘরে এসে উঠেছিলেন উত্তম কুমার

বিনোদন ডেস্ক: এক সময় দর্শকদের বেজায় পছন্দ ছিল উত্তম-সুপ্রিয়া জুটির। একসঙ্গে অনেক ছবি করেছেন তারা। অনেকেই গৌরীদেবীর সঙ্গে উত্তমের সংসার ভাঙার পেছনে দায়ী করেন সুপ্রিয়া দেবীকে। কিন্তু, এক সাক্ষাৎকারে তিনি নিজেই একথা পরিষ্কার করেছিলেন।

সুপ্রিয়া জানান, গৌরীদেবীকে বড় গিন্নি বলেই ডাকতেন মহানায়ক। আসা যাওয়া ছিল দুই বাড়ির মধ্যে। তিনি বলেন, একদিন, মহানায়ক বলেন, একা আছ? আসব? তারপর গৌরীকে নিয়ে এলেন। দারুণ সব খাওয়াদাওয়া হলো। আমি তো ওকে বড় গিন্নি বলতাম। আমার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না।

মাঝেমধ্যেই আসা যাওয়া হতো। তারপর, একদিন কী হলো? কিছু তো একটা হয়েছিল। আমায় রাত দুটোর সময় এসে বলল যে আশ্রয় দাও। আমি ভাবলাম, এও বড় একজন স্টার, তাকে আমি আশ্রয় দেব? কিন্তু সেই যে আশ্রয় দিলাম, উনি থেকে গেলেন।’

যদিও পরে সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছিল। সেই কারণও নাকি সুপ্রিয়া নিজেই। উত্তমের সঙ্গে তার তথাকথিত অবৈধ সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া হয়েছিল অনেক। নিজের বাড়ি ছেড়ে সুচিত্রার বাড়িতেই ছিলেন বেশ কয়েকদিন। 

তারপর, নিজে থেকেই একদিন উত্তমকে বলেছিলেন, ‘তুমি বাড়ি যাও। ওদের তো দেখার কেউ নেই। তারপর সব ঠিক হয়ে গিয়েছিল। আমরা একসঙ্গে ঘুরতে যেতাম। সমস্যা কিছুই ছিল না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে