শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ০৪:১৫:১৮

তামান্নাকে বিয়ের চাপ আসছে, জানালেন বিজয় বর্মা

তামান্নাকে বিয়ের চাপ আসছে, জানালেন বিজয় বর্মা

বিনোদন ডেস্ক: এই মুহূ্র্তে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘গলি বয়’ খ্যাত অভিনেতা বিজয় বর্মা। দিন কয়েক আগেই অভিনেত্রী বিজয়কে নিজের খুশির ঠিকানা বলেই চিহ্নিত করেছেন। 

বিমানবন্দর থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচা কিংবা সিনেমা হল, সর্বত্রই একসঙ্গে তারা। ‘লাস্ট স্টোরিজ় ২’-এর সেটেই একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন বিজয় ও তামান্না। 

বিজয়ের জন্যই প্রথম বার নিজের ১৮ বছরের প্রতিজ্ঞা ভেঙে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী। এই মুহূর্তে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা সর্বত্র। স্বাভাবিক ভাবেই পরিবারের তরফে বিয়ের চাপ আসছে অভিনেতার। 

কবে চারহাত এক হবে বিজয়-তামান্নার? মুখ খুললেন ‘দহাড়’ খ্যাত তারকা বিজয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘গলি বয়’ অভিনেতা স্বীকার করে নেন পরিবারের তরফে চাপ রয়েছে বিয়ে করার। 

বিজয়ের কথায়, ‘‘আমি মারওয়াড়ি পরিবারের ছেলে, আমাদের গোষ্ঠীতে ১৬ বছর বয়স হয়ে গেলে ছেলেকে বিবাহযোগ্য মনে করা হয়। সেখানে আমার তো বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে। তার উপর আমি আবার অভিনেতা! মা প্রায় দিনই ফোন করে জিজ্ঞেস করতে থাকেন, কবে বিয়ে করব? পুরো ব্যাপারটাই ঠেকিয়ে রেখেছি কেরিয়ারের দোহাই দিয়ে।’’ 

বিজয়-তামান্নাকে একসঙ্গে দেখা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া ছবি ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে। যে ছবিতে এত বছরের প্রতিজ্ঞা ভেঙে পর্দায় চুমু খেয়েছেন তামান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্নাকে তার সঙ্গীর মধ্যে আকর্ষণীয় কোনও একটি বিষয়ের উল্লেখ করতে বলা হয়েছিল। 

তামান্না বলেন “সব কিছুই ভাল।” নানা সাক্ষাৎকারে বিজয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন তামান্না। তাদের ব্যক্তিগত জীবনের রসায়নের প্রভাব পর্দায় পড়েছে, না কি পর্দার রসায়ন বাস্তবে, তা নিয়েই চলছে চর্চা। তবে শেষমেশ কি মধুর পরিণতি পাবে তাদের সম্পর্ক? সেটা সময় বলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে