শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ০৫:০৯:০৫

অনুষ্ঠানের মধ্যে হঠাৎ বেসামাল হয়ে ফাঁস করে দিলেন আল্লু অর্জুন

অনুষ্ঠানের মধ্যে হঠাৎ বেসামাল হয়ে ফাঁস করে দিলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক: ‘ইয়েদিভুনদেদি ওকাতে রুল আদি পুষ্পা গাদি রুল’– ‘বেবি’ ছবির সাফল্য উদযাপনের মধ্যেই বেসামাল হয়ে ‘পুষ্পা ২’ ছবির সংলাপ ফাঁস করলেন আল্লু অর্জুন। ‘পুষ্পা ২’ ছবির সিকুয়েল নিয়ে দর্শকদের মধ্যে অপেক্ষা জমে আছে অনেকদিন। 

তার মধ্যেই প্রকাশ্যে ছবির সংলাপ। তাও আবার স্বয়ং নায়কের মুখেই। সম্প্রতি হায়দ্রাবাদে ‘বেবি’ ছবি সাফল্য উপলক্ষে একত্রিত হয়েছিলেন সকলে। সেখানে মঞ্চে দাঁড়িয়ে হঠাৎই ছবির সংলাপ বলার লোভ সামলাতে পারলেন না অভিনেতা। আর সেই শুনেই উল্লাসে ফেটে পড়লেন অনুরাগীরা। 

ইতিমধ্যেই ‘পুষ্পা’র পোস্টার দেখে অনুরাগীদের জল্পনা তুঙ্গে। সেখানে একেবারে অন্যরকম সাজে ধরা দিয়েছেন অভিনেতা। সোনার গয়না, লেবুর মালা, হাতে বন্দুক, কপালে টিপ– পোস্টারে ঘিরে অনুরাগীদের মনে অনেক কৌতুহল, অনেক রহস্যের ভীড়। 

তবে সংলাপ বললেও ছবির মুক্তি নিয়ে টুঁ শব্দটিও করেননি আল্লু। অনুষ্ঠানে শুধু জানিয়েছেন, ‘আমি পুষ্পা নিয়ে আজ কথা বলতে আসিনি। তবে কথা বলা থেকেও নিজেকে আটকাতে পারছি না– ইয়েদিভুনদেদি ওকাতে রুল আদি পুষ্পা গাদি রুল’। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে