শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১১:৩৪:০১

টিকলো না বিয়ে এক বছরও, ডিভোর্সের পথে এই বলিউড দম্পতি?

 টিকলো না বিয়ে এক বছরও, ডিভোর্সের পথে এই বলিউড দম্পতি?

বিনোদন ডেস্ক : দেখতে দেখতে নিজেদের বিয়ের এক বছর পার করে ফেললেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই এক বছরে আমূল বদলে গিয়েছে দু’জনের জীবন। নামী তারকা হওয়ার পাশাপাশি এখন তারা এক কন্যাসন্তানের বাবা-মা’ও। কিন্তু রণবীর এবং আলিয়ার এই বিয়েটাই নাকি ‘ভুয়ো’!  টিকলো না বিয়ে এক বছরও, ডিভোর্সের পথে এই বলিউড দম্পতি? এমনটাই দাবি করলেন বলিপাড়ার প্রথম সারির এক অভিনেত্রী।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় সকলের কম বেশি জানা। দীর্ঘ চার বছরের প্রেমের পর চার হাত এক হয় তাদের। তারপর বিয়ের ৭ মাসের মাথায় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তারা। নীতু কাপুরের কথায় আলিয়া আসার পরই পরিবার যেন পূর্ণ হয়েছে।

কিন্তু চলতি মাসেই রণবীরের মা নীতু কপূরের জন্মদিন ছিল। সেই জন্মদিন পালন করতে রণবীর স্বপরিবারে ইটালি গিয়েছিলেন। কিন্তু সেখানে সবাই উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না আলিয়া আর তার কন্যা রাহা। তবে ইনস্টাগ্রামে নীতুকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন রণবীর পত্নী। কিন্তু এই ঘটনার পরেই রণবীর এবং আলিয়ার বিয়ে ভুয়ো বলে মন্তব্য করে শিরোনামে এলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

এদিন এক পোষ্টে কঙ্গনা লেখেন, “একটা খবরে দেখলাম সেই জাল স্বামী-স্ত্রী জুটি যারা আলাদা আলাদা থাকে আর বাইরে নিজেদের স্বামী-স্ত্রী দাবি করে সেই জাল জুটির নতুন ছবির ঘোষণার ভুয়ো খবর ছাপা হয়েছে ৷ এগুলো হয় যখন তুমি সিনেমার প্রোমোশনের জন্য বিয়ে করো, ভালোবেসে নয়। একজন মাফিয়া বাবার কথায় ট্রিলজি ছবির জন্যে ‘পাপা কি পরী’র সঙ্গে বিয়ে করলে এটাই হয়”৷

এমনকি কঙ্গনার সঙ্গে মেসেজের মাধ্যমে কথা বলার চেষ্টা করেছেন রণবীর বলে দাবি করেন অভিনেত্রী। তিনি আরও লেখেন, “এখন এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা চলছে ৷ কিন্তু এখন তার পাশে আর কেউ নেই ৷ ওর নিজের স্ত্রী ও সন্তানের দিকে নজর দেওয়া উচিত ৷ এটা ভারত, এখানে বিয়ে একবার হয়ে গেলে সেটা মানতেই হয় ৷ এখনও সময় আছে নিজেকে শুধরে নাও৷”

অন্যদিকে কঙ্গনার মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন নীতু। তিনি লিখেছিলেন, ‘‘পরিবারকে যিনি বেঁধে রাখেন, তিনিই যদি অনুপস্থিত থাকেন, তা হলে সে পরিবার আর পরিবার থাকে না।’’ তবে রণবীরের মা এখানে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন তা নিয়ে এখন সকলের মনে প্রশ্ন জেগেছে।

তবে কঙ্গনার নিজের এই মন্তব্যের পর কটাক্ষের স্বীকার হয়েছেন। নেটিজেনরা কঙ্গনাকে উদ্দেশ করে জানিয়েছেন, ‘‘আলিয়া এবং রণবীরকে নিয়ে কঙ্গনার সমস্যা রয়েছে। ওদের নামে খালি খারাপ কথাই বলেন অভিনেত্রী। এমনকি আলিয়ার প্রতিটি ছবি নিয়েও খারাপ কথা বলেছেন কঙ্গনা।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে