রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ১১:২৫:০৮

নেটদুনিয়ায় ঝড় তুলেছেন নওয়াজের নায়িকা

নেটদুনিয়ায় ঝড় তুলেছেন নওয়াজের নায়িকা

বিনোদন ডেস্ক: শিশু শিল্পী হিসেবে ছোটপর্দায় কেরিয়ার শুরু করেছিলেন অভনীত কৌর। এখন তিনিই নওয়াজউদ্দিনের 'টিকু ওয়েডস শেরু'র নায়িকা। কঙ্গনা রানাউতের প্রিয় পাত্রী ইনি। নাম অভনীত কৌর।

সোশ্যাল মিডিয়ায় বিন্দাস অভনীত। তার চাবুক শরীর দেখে অনেকেই কুপোকাত। চড়া রোদের থেকেও বেশি উষ্ণ তার শরীর, এই ছবিতে যেন এমন কথাই বলতে চেয়েছেন অভনীত।

কালো মনোকিনিতে সুইমিং পুলের জলেও আগুন ধরিয়েছেন নওয়াজউদ্দিনের নায়িকা। কখনও আবার শার্টের বোতাম খুলে একুশ বছরের নায়িকা দাঁড়িয়ে পড়েছেন ক্যামেরার সামনে।

কঙ্গনা রানাউতের প্রিয় পাত্রী অভনীত। তার প্রযোজনাতেই 'টিকু ওয়েডস শেরু'তে অভিনয় করেছেন। সম্প্রতি নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন অবনীত। সেই ছবিতে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন নওয়াজের নায়িকা।

খুব অল্প বয়সেই অবনীত ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। প্রথমদিকে টেলিভিশনের মাধ্যমে পরিচিতি তৈরি হয়েছিল তাঁর। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। অবনীতের কাজের তুলনায় তাঁর লুক নিয়েই বেশি চর্চা হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে