বিনোদন ডেস্ক: আরো এক নতুন সদস্য জুড়ল বলিউডে। বাবা হলেন অভিনেতা অর্জুন রামপাল। ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে বান্ধবী গ্যাব্রিয়েলার সঙ্গে সংসার পেতেছেন তিনি। সদ্য জন্ম নিয়েছে তাদের দ্বিতীয় সন্তান।
২০ জুলাই দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন গ্যাব্রিয়েলা। এই নিয়ে চতুর্থ সন্তানের বাবা হলেন অর্জুন। প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে দুই সন্তান রয়েছে তার। ২০১৯ সালে গ্যাব্রিয়েলা তার প্রথম সন্তানের জন্ম দেন। বর্তমানে ৫০ বছর বয়স অর্জুনের। তবে অর্জুন প্রথম নন। আরো বয়স বাড়লেও কমেনি জোর, ৫০ পেরিয়েও বাবা হয়েছে এই একাধিক অভিনেতারা!
সঞ্জয় দত্ত: বলিউডের ‘সঞ্জু বাবা’ ৫১ বছর বয়সে বাবা হন। একাধিক সম্পর্কে জড়ানোর পর শেষমেষ মান্যতা দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয়। ২০১০ সালে যমজ সন্তানের জন্ম দেন মান্যতা।
সাইফ আলি খান: তিনিও ৫১ বছরে চতুর্থ বার বাবা হয়েছেন। দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর খান জন্ম দেন ছোট ছেলে জাহাঙ্গীর আলি খানের। এর আগে এই দম্পতি প্রথম সন্তান তৈমুরের জন্ম দেন।
প্রকাশ রাজ: চার সন্তান রয়েছে প্রকাশেরও। ৫০ বছর বয়সে চতুর্থ বার বাবা হন তিনি। ২০১০ সালের ২৪ অগাস্ট পনি বর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা প্রকাশ রাজ। যদিও এটা তার প্রথম বিয়ে নয়। পনি বর্মার আগে অভিনেতা ললিতা কুমারিকে বিয়ে করেন। ২০০৯ সালে তাদের ডিভোর্স হয়।
মনোজ তিওয়ারি: ৫১ বছর বয়সে এসে কয়েক মাস আগে তৃতীয় বারের জন্য বাবা হয়েছেন ভোজপুরী সুপারস্টার ও বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি। সুরভী এবং মনোজের দ্বিতীয় সন্তান হয়েছে। প্রথম স্ত্রী রানি তিওয়ারির সঙ্গে এক মেয়ে আছে অভিনেতার।