বিনোদন ডেস্ক: গ্ল্যামার জগতের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় বিশেষ কৌতূহল থাকে আমজনতার। তবে বলিউডের সবথেকে রহস্যময়ী অভিনেত্রীর প্রসঙ্গ উঠলে নিঃসন্দেহে রেখার নামই উঠে আসবে। ৭০ ছুঁইছুঁই অভিনেত্রী কোন এক জাদুবলে বয়সকে আটকে রেখেছেন।
বলিউডের ‘উমরাও জান’এর ফিল্মি কেরিয়ারও রীতিমতো ঈর্ষনীয়। তবে মানুষের বেশি আগ্রহ তার ব্যক্তিগত জীবন নিয়ে। লম্বা কেরিয়ারে প্রেম কম আসেনি রেখার জীবনে। সমকালীন অভিনেতা ছাড়াও নিজের থেকে কম বয়সের নায়কদের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন তিনি।
তবে তার জীবনের সবথেকে বড় চর্চার বিষয় ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক। বিগ বির প্রতি আকর্ষণ কখনও লুকিয়েও রাখেননি রেখা। তবে এছাড়াও আরো কিছু বিতর্ক জড়িয়ে রয়েছে তার জীবনের সঙ্গে। অনেকেই জানেন, ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল রেখার। কিন্তু সংসার করা হয়ে ওঠেনি তার।
অভিনেত্রী যখন লন্ডনে ছিলেন তখন নিজের বাড়িতে আ'ত্মহ'ত্যা করেন মুকেশ। সালটা ছিল ১৯৯০। ওই ঘটনা রেখার জীবন তথা কেরিয়ারে একটা গভীর কালো দাগ একে দিয়েছিল। 'ভ্যাম্প' হয়ে উঠেছিলেন রেখা। নিজের সুইসাইড নোটে কাউকে দায়ী না করলেও রেখাকেই খুনি হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছিল।
যদিও এই ঘটনার নেপথ্যে রয়েছে আরো বড় এক রহস্য যা ফাঁস হয়েছিল রেখার আত্মজীবনীতে। ইয়াসির উসমানের লেখা বইটিতে মুকেশের আত্মহত্যার জন্য দায়ী করা হয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত সহায়ক ফরজানাকে। না শুধু এই বইতে নয়, ইন্ডাস্ট্রির অভ্যন্তরেও রেখা এবং ফরজানাকে নিয়ে অনেক গুঞ্জন, অনেক মুখরোচক চর্চা রয়েছে।
ইন্ডাস্ট্রিতে চর্চিত, রেখা নাকি স'মকা'মী। নিজের সেক্রেটারির সঙ্গেই নাকি লি'ভ ই'ন রিলেশনশিপে রয়েছেন তিনি। তার জীবনের রাশ ধরা রয়েছে ফরজানার হাতে। রেখার জীবনের সবটুকু জানেন তিনি। ফরজানাই চালনা করেন তার জীবনের প্রতিটা মুহূর্ত।
এমনকি এও শোনা যায়, রেখার বেডরুমে নাকি ফরজানা ছাড়া আর কারোরই ঢোকার অনুমতি নেই। এমনকি ব্যক্তিগত পরিচারকেরও না! নিজেকে আপাদমস্তক রহস্যের চাদরে মুড়ে রেখেছেন রেখা, যার আড়ালে রয়েছে অনেক বি'ষ্ফো'রক সত্য। শোনা যায়, এই ফরজানার জন্যই নাকি আ'ত্মহ'ত্যা করতে বাধ্য হয়েছিলেন মুকেশ।