সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ০১:০৭:১৭

চমকের পর চমক নিয়ে আসছেন 'টাইগার ৩'

চমকের পর চমক নিয়ে আসছেন 'টাইগার ৩'

বিনোদন ডেস্ক: চলতি বছরের প্রথম মাসেই 'পাঠান' ছবির মুক্তি। চার বছর বিরতির পর বড় পর্দায় শাহরুখ খানের ফিরে আসা এবং ফিল্মজগতে একটি ‘স্পাই ইউনিভার্স’ তৈরির ঘোষণা সব মিলিয়ে যশরাজ ফিল্মস সিনেপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে।

বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, সময় মতো সব কাজ শেষ হয়ে গেলে চলতি বছরের দিওয়ালিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে যশরাজ ফিল্মসের পরবর্তী ছবি 'টাইগার ৩'। ২০১২ সাল থেকে বলিপাড়ায় যাত্রা শুরু করেছিল 'টাইগার' ফিল্ম সিরিজ়। 

ওই বছর কবীর খানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'এক থা টাইগার'। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ এই ছবিতে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন। প্রথম পর্ব মুক্তির পর পাঁচ বছরের বিরতি। ২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'টাইগার' ফিল্ম সিরিজ়ের দ্বিতীয় ছবি 'টাইগার জিন্দা হ্যায়'।

'টাইগার জিন্দা হ্যায়' ছবিতে আবার জুটি বাঁধতে দেখা যায় সালমান এবং ক্যাটরিনাকে। কিন্তু পরিচালকের আসনে দেখা যায় অন্য মুখ। দ্বিতীয় ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন আলি আব্বাস জাফর। চলতি বছরে 'পাঠান' মুক্তির পর জানা যায় 'টাইগার ৩'-এর মাধ্যমে যশরাজ ফিল্মসের 'স্পাই ইউনিভার্স'-এর পঞ্চম ছবি মুক্তি পেতে চলেছে।

পাশাপাশি 'টাইগার ৩' নিয়ে কোনও রকম তথ্য প্রকাশ্যে আনতে নারাজ ছবি নির্মাতারা। ছবির শুটিং চলাকালীন গুটিকতক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তারপর থেকে মুখে কুলুপ এঁটেছেন ছবি নির্মাতারা।

'টাইগার ৩' সম্পর্কিত কোনও রকম তথ্য প্রকাশ না করে দর্শকের কৌতূহল বৃদ্ধি করতে চেয়েছিলেন পরিচালক, প্রযোজকসহ ছবির তারকারা। কিন্তু তাদের পরিকল্পনায় জল ঢেলে দেওয়া হল। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে গিয়েছে 'টাইগার ৩'-এর গল্প।

ছবিতে টাইগারের চরিত্রে সালমান এবং জোয়ার চরিত্রে ক্যাটরিনা অভিনয় করতে দেখা গেলেও চিত্রনাট্য হতে চলেছে নজরকাড়া। ছবিতে জোয়া তার অতীতের এক শত্রুর সঙ্গে দেখা করতে যাবে। দাবি করা হচ্ছে, জোয়ার সঙ্গে টাইগারের আলাপ হওয়ার আগেই সেই শত্রুর সঙ্গে 'বিশেষ' সম্পর্ক ছিল জোয়ার।  

ছবির গল্প ফাঁস হওয়ার পর একাংশের অনুমান, জোয়ার শত্রুর চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমিকে। শোনা যাচ্ছে, 'টাইগার ৩' ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন ইমরান। পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যাবে আশুতোষ রানা, রণবীর শোরে, রেবতী এবং ঋদ্ধি ডোগরার মতো তারকাদের।

জানা গিয়েছে, 'টাইগার ৩' ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। সালমানের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, এই অ্যাকশন দৃশ্যটি ছবির জন্য গুরুত্বপূর্ণ। সালমানের আসন্ন ছবি 'টাইগার ৩'-এর গল্প নাকি এই ছবিতে সমাপ্ত হবে না বলে তথ্য ফাঁস হয়েছে।

জানা গিয়েছে ‘স্পাই ইউনিভার্স’-এর সকল ছবিগুলির মধ্যে যোগসূত্র স্থাপন করতে এই পন্থা নিয়েছেন 'টাইগার ৩' ছবির পরিচালক মণীশ শর্মা। তবে যে তথ্য ফাঁস হয়েছে তা কতখানি সত্য সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি ছবির নির্মাতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে