সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ০২:৫৬:২০

সংবেদনশীল বিষয়, আগেভাগে কিছু বলবো না: অপু বিশ্বাস

সংবেদনশীল বিষয়, আগেভাগে কিছু বলবো না: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: অপু বিশ্বাস এবং শাকিব খানের সম্পর্ককে ঘিরে বাংলাদেশে চর্চা তুঙ্গে। অনেকেরই ধারণা নতুন করে ফের সংসার পাতার পরিকল্পনা করছেন তাঁরা। সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন শাকিব। 

তার নতুন ছবি ‘প্রিয়তমা’র বিশেষ প্রদর্শনের জন্য। তার পরের দিনই ছেলে জয়কে নিয়ে আমেরিকা পাড়ি দেন অপুও। বিদেশের রাস্তায় তিন জনে একসঙ্গে ফ্রেমবন্দিও হয়েছেন। তবে কি একসঙ্গে হতে চলেছেন তাঁরা? 

ক্রমাগত যখন জল্পনা বাড়ছে, তখন বাংলাদেশের সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, “আমাদের সালিশ কেসে বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়েছেন। তার বক্তব্য রেখেছেন। আসলে তিনি মীমাংসা করতে চান, তিনি স্বামী-সন্তান নিয়ে ঘর–সংসার করতে চান।”

ওই কর্মকর্তা আরও বলেন, “বাদী উপস্থিত হননি। সাধারণ একটি সাদা কাগজে আবেদন পাঠিয়েছেন তিনি। কাজি অফিসের মাধ্যমে কোনও রেজিস্ট্রি হয়ে আসেনি এটি। কোনও কাবিননামা, কোনও সাক্ষী, কোনও হলফনামা নেই।”

এ প্রসঙ্গে শাকিবের তরফে কোনও বক্তব্য শোনা যায়নি। তবে মুখ খুলেছেন অপু। সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে নায়িকা জানিয়েছেন, তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তার ভিডিওটি দেখেছেন। তার বক্তব্যও শুনেছেন। 

নায়িকা বলেন, “এটি একটি সংবেদনশীল বিষয়। আমি আগেভাগে কিছু বলতে চাই না।’’ এর নেপথ্যে আবশ্য অন্য কারণ রয়েছে। অপু বলেন, ‘‘আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না।”

অপু বলেন, “আমার মা-বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আমি নতুন করে মা-বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সঠিক সময়ে সব কথা বলব।” 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে