সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ০৪:৫২:৩৮

ভক্তের বাবা কোমায়, শুনে যা করলেন সৌমিতৃষা

ভক্তের বাবা কোমায়, শুনে যা করলেন সৌমিতৃষা

বিনোদন ডেস্ক: দর্শক মনে আলাদাই জায়গা করে নিয়েছেন মিঠাই নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। সত্যি তো কত না নায়িকা আছেন ছোট পর্দাতে, তবে সৌমিতৃষাকে নিয়ে যে মাতামাতি চলে, যে ভালোবাসা তিনি পান তা অতুলনীয়। 

তবে ভক্তদের থেকে শুধু ভালোবাসা নেন না, সেই ভালোবাসা নিজেও ছড়িয়ে দেন। অনুরাগীদের শেয়ার করা ছোটখানো নানা মিঠাই-মোমেন্ট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিতে ভোলেন না তিনি। তবে এবারে যা করলেন, তা বিশেষ প্রশংসার দাবি রাখে।

সৌমিতৃষার এক ফ্যান পেজের তরফ থেকে তার কাছে ইনস্টাগ্রামে একটি বার্তা পাঠানো হয়। প্রেরক হয়তো উত্তরের আশাও করেননি, কনও এক দুর্বল মুহূর্তে ম্যাসেজ করে দিয়েছিলেন ভালোবাসার মানুষটাকে। আসলে সেই অনুরাগীর বাবা কোমায়। সেটাই সৌমিকে জানিয়েছিলেন তিনি।

তবে জবাব দেন সৌমিতৃষা। অনুরাগীর এই কঠিন সময়ে সশরীরে পাশে উপস্থিত থাকতে না পারলেও, দূর থেকেই করলেন আশ্বস্ত। সেই ভক্ত সৌমিতৃষাকে ম্যাসেজ করেছিলেন, ‘দিদি আমার বাবাই খুব অসুস্থ। কোমাতে আছে। একটু আমার বাবাইয়ের জন্য প্রার্থণা করবে প্লিজ দিদিভাই।’ 

জবাবে মিঠাই লিখলেন, ‘অবশ্যই। বাবা লোকনাথকে বলো সব বিপদ দূর হয়ে যাবে। আমি প্রার্থণা করব। বাবা সুস্থ হয়ে যাবেন সোনা।’ এরপর সেই ভক্ত আরও লেখেন, ‘তুমি যে প্রার্থণা করেছ এটাই অনেক। আসলে আমি তো খুব ছোট বয়সে মা-কে হারিয়েছি। বাবাইকে ছাড়া থাকার কথা কখনও ভাবিই নি।’ 

এবার নিজের ছোট্ট এই অনুরাগীকে শান্ত করতে সৌমিতৃষা লিখলেন, ‘ভগবান বাবাইকে কেড়ে নেবেন না মা। ভগবানকে ডাকো রোজ। ঠিক হয়ে যাবে বাবা।’ সত্যি কজন তারকাই বা পারে ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে এভাবে পাশে থাকতে। ভরসা যোগাতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে