মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১১:১২:৪০

শাহরুখের গলা টিপে ধরেন আরিয়ান, দম বন্ধ হয়ে আসছিল (ভিডিওসহ)

শাহরুখের গলা টিপে ধরেন আরিয়ান, দম বন্ধ হয়ে আসছিল (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক: প্রথম সন্তান সবসময়ের জন্যই বাবা-মায়ের হৃদয়ের কাছেরই হয়। কিং খান শাহরুখ খানের ক্ষেত্রেও বড় ছেলে আরিয়ান ঠিক তেমনই। গত বছর মাদক মামলায় আরিয়ানের নাম জড়ানোয় শাহরুখ-গৌরী কীভাবে ভেঙে পড়েছিলেন, সেকথা সকলেই জানেন।

তবে বাবার আদরের ছেলে হয়েও এ কী করলেন আরিয়ান! সুযোগ পেতেই বাবার গলা টিপে ধরেছিলেন আরিয়ান, শ্বাস নিতে না পেরে একপ্রকার হাঁপিয়ে উঠেছিলেন শাহরুখ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এমনই একটা ভিডিও। ভাবছেন আরিয়ান হঠাৎ শাহরুখের সঙ্গে কেন এমন ব্যবহার করেছেন! 

ভিডিয়োটি বহু আগের। নতুন করে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আরিয়ান তখন অনেকটাই ছোট। ছেলে আরিয়ানকে বিশেষ টেকনিক শিখেয়ে নিজেই ফেঁসে গিয়েছিলেন শাহরুখ। ছেলেকে বাদশা নিজেই শিখিয়েছিলেন কীভাবে শত্রুপক্ষকে আক্রমণ করতে হয়। হাত দিয়ে গলা চেপে ধরতে হয়। 

আর বাবার উপরই সেই টেকনিক প্রয়োগ করতে গিয়ে শাহরুখে গলা বেশ জোরেই চেপে ধরেন আরিয়ান। আরিয়ানের গায়ের জোরে শাহরুখের দম বন্ধ হয়ে আসছিল। শর্ত ছিল শাহরুখ 'মাতে' বললে, তবেই আরিয়ান হাত ছাড়বে। আর তাই আরিয়ানকে ছাড়ানোর জন্য শাহরুখ শেষপর্যন্ত বারবার 'মাতে মাতে' বলে থাকেন। 

বাবার এমন অবস্থা দেখে বেশ মজা পেয়েছিল ছোট্ট আরিয়ান। তবে শাহরুখও রেগে যাননি। ছেড়ে দেওয়ার পর আরিয়ান বলতে থাকেন, ‘আমি কিন্তু আগেই বলেছিলাম..’। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ-আরিয়ানের খুনসুটির ভিডিও মন কেড়েছে নেটপাড়ার। ভিডিও দেখুন...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে