মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ০৫:০৭:০১

সরলজীবনবোধে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন সারা

সরলজীবনবোধে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন সারা

বিনোদন ডেস্ক: হতে পারে তিনি নবাব কন্যা, তবে প্রায়শই কোনও না কোনও মন্দির দর্শনে যেতে দেখা যায় সারাকে। কখনও কেদারনাথ, কখনও আবার অমরনাথ, তীর্থযাত্রা করা সারা আলি খানের বড়ই পছন্দের। 

কয়েকদিন আগেই অমরনাথ যাত্রা শেষে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সাইফ-অমৃতা কন্যা সারা, সেটাও আবার একাকী। কাশ্মীর বেড়ানোর নানান মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সারা।

কাশ্মীরে গিয়ে থাকার জন্য বিলাসবহুল হোটেলে বাছলেও বেড়ানোর সময় সেখানকার সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েই ঘুরে বেড়িয়েছেন সারা। তার পোস্টে হোটেলের পুলে স্নানের সময় একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা যায় সারাকে। 

আবার কখনও কাশ্মীরের থাজিওয়াসে পাহাড়ি পথে সাধারণ মানুষের সঙ্গে তাদের তাবুকে গিয়েও সময় কাটাতে দেখা যায় সারাকে। সেখানকার এক শিশুকে কোলে নিয়ে আদর করতেও দেখা যায় সারাকে। আবার কখনও সেখানকার এক মহিলা ছাগলের দুধ দুইয়ে সারার জন্য চা বানিয়ে দেন, সেই ভিডিয়োও পোস্ট করেছেন অভিনেত্রী। 

কখনও আবার সেই তাঁবুতে বসে তাদের রান্নাবান্না দেখেছেন সারা, আবার পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে শুয়েও পড়েছেন। কাশ্মীরের স্থানীয় মানুষ ও শিশুদের সঙ্গে সারার এই সহজ, সরলভাবে মিশে যাওয়া, তার সরলজীবনবোধে মুগ্ধ নেটপাড়ার মানুষজন।

সারার এই পোস্টের নিচে এক ব্যক্তি লিখেছেন, ‘বর্তমান প্রজন্মের আপনা দেখে অনেককিছু শেখা উচিত।’ কারোর কথায়, ‘তোমার জন্য ভালোবাসা ও শ্রদ্ধা রইল সারা।’ কিছুদিন আগে সারা তার অমরনাথ যাত্রার ভিডিয়োও পোস্ট করেছিলেন। ক্যাপশানে লিখেছিলেন, ‘জয় বাবা বরফানি’। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে