বিনোদন ডেস্ক: নাম গোপাল বেদী, তবে পর্দার দর্শক তাকে রঞ্জিৎ নামেই চেনেন। তিনিই ছিলেন ৭০ ও ৮০-র দশকে বলিউডের বহু ছবির 'ভিলেন'। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেতা।
'লেহরেন রেট্রো'কে দেওয়া সাক্ষাৎকারে রঞ্জিৎ বলেন, ‘একটা সময় ছিল, যখন ছোট-বড় চরিত্র নিয়ে প্রায় ৮০টি ছবির শ্যুটিং করেছি। কার সঙ্গে না কাজ করিনি! রাজেশ খান্না, ধর্মেন্দ্র, সুনীল দত্ত, রাজকুমার, ঋষি কাপুর, রণধীর কাপুর, সঞ্জয় খান, ফিরোজ খান, অমিতাভ বচ্চন, কার সঙ্গে না কাজ করিনি!’
তিনি বলেন, ‘তবে আমার বেশিরভাগ দৃশ্য থাকত সেই ধ'র্ষ'ণ, শ্লী'ল'তাহা'নি, নায়িকাদের কাপড় খোলা এই সব। একটা সময় আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে তো মজা করে বলেই ফেলতাম, আগের ছবিতেই তো একই দৃশ্য ছিল, ওখান থে দৃশ্য কেটে নিয়ে নিন।’
রঞ্জিতের কথায়, 'একটা সময় প্রশ্ন জাগত, আমি কার জন্য এত কাজ করছি! একসময় আমার মা মুম্বাইতে আমায় দেখতে এসেছিলেন, কাজের জন্য আমি তাঁকে বিমানবন্দর পর্যন্ত ছাড়তেও পারিনি।'
অভিনেতার কথায়, ‘আমি কিন্তু এতকিছুর পরেও আমার প্রতিশ্রুতি থেকে সরে আসিনি। সেসময় প্রায় সব নায়করাই রাতে ম'দ্যপা'ন করতেন, আার বাড়িতে এসে পার্টি করতেন, নায়িকারাও থাকতেন। রীনা রায় পরাঠা বানাতেন, পারভিন ববি ড্রিংস দিতেন, মৌসুমী মাছ রান্না করতেন, এসব চলত আমার বাড়িতে।
এদিক আমি দিনে, রাতে সব শিফটেই কাজ করতাম। কারণ নায়কদের মতো করে আমায় সময় মেলাতে হত। পরে অবশ্য পরিচালকদের বলে আমি নির্দিষ্ট শিফটে কাজ করা শুরু করি।’
প্রসঙ্গত, নিজের কয়েক দশক বিস্তৃত কেরিয়ারে রঞ্জিৎ প্রায় ২০০ টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন। ১৯৭০ সালে 'সাওয়ান ভাদোঁ' ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন। ১৯৭১ সালের 'শর্মিলী'-ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যায় তাকে, যা রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দেয়।