বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১১:৩১:৫৬

'প্রথমে বর বদল, তারপর দল বদল', কটাক্ষের শিকার শ্রাবন্তী

'প্রথমে বর বদল, তারপর দল বদল', কটাক্ষের শিকার শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: গত ২৪ জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হাত ধরে মহানায়ক সম্মান পান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এই সম্মান পাওয়ার পর শ্রাবন্তী ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন। সেখানেই ঘটে বিপত্তি।

ছবি শেয়ার নায়িকা লেখেন, “বাংলা চলচ্চিত্র শিল্পে আমার অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, আমাদের প্রিয় দিদির কাছ থেকে লোভনীয় ‘মহানায়ক’ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত এবং উচ্ছ্বসিত এভারগ্রিন ম্যাটিনি আইডল শ্রী উত্তম কুমারের স্মরণে। ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ আমার ভক্তদের।”

শ্রাবন্তীর এই পোস্টের নিচে অনুরাগীরা শুভেচ্ছা বন্যা বইয়ে দিলেও নেটিজেনদের একাংশ কিন্তু শ্রাবন্তীকে কটাক্ষ করতেও ছাড়েননি। অনেকেই শ্রাবন্তীকে কটাক্ষ করে বলেছেন, প্রথমে বর বদল, তারপর দল বদল! অনেকে আবার শ্রাবন্তীকে উদ্দেশ্য করে লিখেছেন, বিজেপির তো ছিলেন, এবার পুরস্কারের জন্য তৃণমূল হয়ে গেলেন!

তবে এই কটাক্ষ নিয়ে মুখ খোলেননি শ্রাবন্তী। বরং এসবকে পাত্তা না দিয়ে নিজের কাজেই ব্যস্ত থাকছেন অভিনেত্রী। সম্প্রতি জিতু কামালের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির জন্য লন্ডনে শুটিং করেছেন শ্রাবন্তী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে