সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২৮:৫১

সেই যুবকটি সত্যিই কী পরীমনির স্বামী?

সেই যুবকটি সত্যিই কী পরীমনির স্বামী?

সীমান্ত প্রধান : ঢাকাই সিনেমার গ্লামারগার্ল হিসেবে পরিচিত পরীমনি। সম্প্রতি তার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে চলছে দারুণ আলোচনা।

ছবিগুলো অনিক অব্রাহাম নামের এক ব্যক্তি তার ফেসবু ওয়ালে পোস্ট করেন। ছবিতে দেখা যায় পরীমনি ইসমাইল নামের এক ছেলের সাথে ঘনিষ্ঠভাবে বসে ছবি তুলেছেন। তবে আজকের পরীমনির সাথে সে ছবির পরীর সাথে অনেকটা পার্থক্য দেখা যায়। সেখানে খুবই সাধারণ পরীমনিকে দেখা যাচ্ছে।

অনিক অব্রাহাম ছবি পোস্ট করার পাশাপাশি দাবী করেছেন পরীমনির নাম স্মৃতি মনি। তিনি ওই ইসমাইলের স্ত্রী। তারা ভোলো সদর রোডে থাকতেন। কিন্তু একসময় অর্থ লোভে সে সময়কার স্মৃতি মনি তথা আজকের পরীমনি ইসমাইলের সাথে নাকি বিবাহ বিচ্ছেদ করেন!

এদিকে এমন সংবাদ আর ছবি প্রকাশ হওয়ার পর থেকেই পুরো দেশজুড়ে চলছে হৈচৈ। ব্যাপারটি নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তবে পরীমনি এগুলোকে ভিত্তিহীন বলেই দাবী করেছেন। তার দাবী মতে, এগুলো তার বিরুদ্ধে অপ-প্রচার। তার ক্ষতি করার জন্য কেউ ইচ্ছেকৃতভাবে এসব করছেন।

পরী বলছেন, এমন ছবি আমার আরও অনেকের সাথেই আছে। অনেক সাংবাদিকরাও আমার সাথে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলেন। তাই বলে কি সবাই আমার স্বামী?

অপরদিকে কেউ কেউ মনে করছেন, এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। কেন না, তখনকার পরীমনিকে দেখা যাচ্ছে একেবারেই সাধারণ একজন মেয়ের মতই। আর তখন তিনি তারকাও ছিলেন না। তাই ছবি উঠানোর যে দাবীটা তিনি করছেন, সেটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো বলেই মনে হচ্ছে।

আবার কেউ বলছেন, একজন মানুষের বিয়ে হতে পারে। আবার বিচ্ছেদও হতে পারে। এটা তো কোন অন্যায় কিছু নয়। যদি সে প্রতারণা না করে থাকেন। তাহলে পরীমনির এ বিষয়টি নিয়ে এতটা জলঘোলা করার কি আছে? আর পরীমনিই বা এ নিয়ে এতটা ব্যাখ্যা কেন দিতে যাচ্ছেন?

তারপরও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে, ইসমাইল কি সত্যি সত্যিই পরীমনির স্বামী ছিল? আর পরীমনিই বা এ নিয়ে এতটা বিক্ষুব্ধ কেন?

সব থেকে বড় কথা হচ্ছে, ওই ছবিগুলোতে তো খুব সাধারণ এক পরীমনিকে দেখা যাচ্ছে। তখন তো তিনি তারকা হয়ে উঠেন নি। আসেন নি মিডিয়াতেও। তাহলে এমন হওয়াটা কি স্বাভাবিক নয়? তা ছাড়া এ ছবিগুলো এতদিন পরই বা ভাইরাল হওয়ার কারণ কি?

এমন না প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মাঝেই। তবে সত্য যাই হোক, ছবিগুলো নিশ্চয় মিথ্যে নয়?
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে