শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১২:১৯:৫২

বলিউডে কে হতে চলেছেন শাকিব খানের প্রথম নায়িকা?

বলিউডে কে হতে চলেছেন শাকিব খানের প্রথম নায়িকা?

বিনোদন ডেস্ক: বিগত এক যুগ ধরে ঢালিউডের অলিখিত সম্রাট শাকিব খান। সেই ধারা অব্যাহত ছিল এই বছরেও। মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বাংলাদেশের অনেক প্রেক্ষাগৃহেই রমরমিয়ে চলছে তার নয়া ছবি ‘প্রিয়তমা’।

তার এই ছবি বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে রিলিজ করেছে আরও অনেক দেশেই। নানা সময়ে নানা বিতর্কে নাম জড়ালেও তাঁর জনপ্রিয়তা যে এক বিন্দুও ফিকে হয়নি, তা বলার অপেক্ষা রাখে না। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে দেখা যায় কলকাতার অভিনেত্রী ঈধিকা পাল। 

ঢালিউডের পাশাপাশি টলিউডের নায়িকার সঙ্গেই শুধু নয়, টলিউডেও কাজ করেছেন তিনি। তবে বাংলার গণ্ডি পেরিয়ে এবার তিনি পা রাখছেন হিন্দি সিনেমার দুনিয়ায়। বলিউডে কে হতে চলেছেন শাকিবের প্রথম নায়িকা?

বলিউডে শাকিবের ডেবিউ এই ছবি হতে চলেছে ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনা। শাকিবের বিপরীতে কাকে দেখা যেতে পারে তা নিয়ে উঠে এসেছে বলিউডের চার অভিনেত্রীর নাম প্রাচী দেশাই, নেহা শর্মা, জারিন খান ও শেহনাজ গিল। 

শোনা যাচ্ছে ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনাও অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউই নাম সামনে আনতে চাইছেন না। তবে শোনা যাচ্ছে পাল্লা ভারী শেহনাজের দিকেই। আগামী সেপ্টেম্বর থেকে উত্তর প্রদেশের বেনারসে শুরু হতে চলেছে শ্যুটিং। 

টানা ৩৫ দিন চলবে শ্যুটিং, এমনটাই খবর। হিন্দি ও বাংলা ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। বিশেষ সূত্রের খবর, ছবিটির নাম হতে চলেছে “সাইকোপ্যাথ”। অনেকে আবার বলছেন, শাকিব খানের নতুন এই ছবির নাম “দরদ”।

পরিচালক অনন্য মামুন জানান, সিনেমাটি বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে। চার অভিনেত্রী প্রাচী দেশাই, নেহা শর্মা, জারিন খান ও শেহনাজ গিলের মধ্যেই কাউকে দেখা যাবে শাকিবের বিপরীতে, তা নিশ্চিত করেন পরিচালক নিজেই। তিনি জানান যে খুব শীঘ্রই শাকিব নিজেই জানাবেন তার নয়া নায়িকার নাম। 

প্রসঙ্গত চার অভিনেত্রীর মধ্যে প্রাচী দেশাই, নেহা শর্মা, জারিন খান তিনজনকেই অনেকদিন কোনও সিনেমাতে দেখা যায়নি। অন্যদিকে সম্প্রতি সালমান খানের ছবিতে হিন্দি ছবিতে ডেবিউ করেছেন শেহনাজ গিল। এখন দেখার শেষ অবধি কাকে বেছে নেন শাকিব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে