শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ০১:২৭:৩১

রণবীর সিং ও আলিয়ার 'চুম্বন' দৃশ্য দেখে রণবীর কাপুরের কড়া প্রতিক্রিয়া!

রণবীর সিং ও আলিয়ার 'চুম্বন' দৃশ্য দেখে রণবীর কাপুরের কড়া প্রতিক্রিয়া!

বিনোদন ডেস্ক: বক্স অফিসে ঝড় তুলতে চলেছে করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি। তার আভাস পাওয়া গিয়েছে, ছবি প্রিমিয়ারের পরই বলিউড সেলিব্রিটিদের নানা রিভিউয়ে কিন্তু এরই মাঝখানে এই ছবির এক দৃশ্য নিয়ে তুমুল শোরগোল।

রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে আলিয়া-রণবীরের মধ্যে ভরপুর প্রেম দেখানো হয়েছে। এক দৃশ্যে রয়েছে আলিয়া ও রণবীরের ঠোঁটঠাসা চুমুও। ছবির প্রিমিয়ারেই হাজির ছিলেন আলিয়ার স্বামী রণবীর কাপুর। ছবি শেষে তাকে এই চুমু দৃশ্য নিয়ে জিজ্ঞাস করতেই রণবীরের কড়া প্রতিক্রিয়া, দারুণ ছবি! 

আর চুমু? রণবীর জানিয়েছেন, রণবীর সিংয়ের সঙ্গে আলিয়ার জুটিটা দারুণ। তা গলি বয় হোক কিংবা রকি-রানি। আমার পুরো ছবিটাই ভাল লেগেছে। নিন্দুকরা বলছেন, ছবি নিয়ে প্রতিক্রিয়া দিলেও, রণবীর কিন্তু চুমুর দৃশ্য নিয়ে কিচ্ছুটি বলেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে