শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ০৯:০৯:৫১

মীরা-শাহিদের বেডরুমের ঝগড়া ফাঁস

মীরা-শাহিদের বেডরুমের ঝগড়া ফাঁস

বিনোদন ডেস্ক : দুই ছেলেমেয়ে নিয়ে মীরা রাজপুত, শাহিদ কপূরের সুখের সংসার। কিন্তু জানেন কি, কেন রোজ রাতে ঝগড়া হয় তাঁদের। দুই ছেলেমেয়েকে নিয়ে শাহিদ কপূর আর মীরা রাজপুতের সুখের সংসার। পাপারাৎজির দৌলতে সেই ঝলক মাঝেমাঝেই পেয়ে থাকেন তাঁদের অনুরাগীরা।

আবার মীরা নিজেও ইনস্টাগ্রামে ভাগ করে নেন বিভিন্ন সুন্দর মুহূর্ত। ছবিতে যতই রঙিন লাগুক না তাঁদের জীবন, নানা কারণেই অশান্তি হয় মীরা-শাহিদের মধ্যে। সেই কথাই ফাঁস করলেন স্বয়ং শাহিদ কপূর।

সম্প্রতি কর্ণ জোহরের চ্যাট শো-এ অতিথি হয়ে এসেছিলেন শাহিদ কপূর। সেখানেই নিজের বেডরুমের ঝগড়া ফাঁস করলেন নায়ক। কী নিয়ে ঝগড়া হয় তাঁদের? পাখার গতি নিয়ে মাঝেমাঝেই নাকি ঝগড়া হয় তাঁদের মধ্যে। শাহিদ বলেন, “প্রতি রাতে পাখা চালানো নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লাগে।”

তবে নায়ক জানান, নানা ছোট ছোট ভুল বোঝাবুঝির মাঝেও মীরাকে পেয়ে তিনি খুশি। মীরাই তাঁকে মাটির কাছাকাছি রাখেন। তাঁর জীবনে মীরার আগমনের চেয়ে ভাল কিছু আর হতে পারে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে