সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:১৭:৩৯

ইসমাইল না সৌরভ, কে পরীমনির আসল স্বামী?

ইসমাইল না সৌরভ, কে পরীমনির আসল স্বামী?

সীমান্ত প্রধান : দেশজুড়ে এখন চলছে পরীমনি বিতর্ক। বিতর্কটা শুরু তার কথিত স্বামী ইসমাইলের সাথে অন্তরঙ্গ কিছু ছবি নিয়ে। যা ভিত্তিহীন বলেই দাবী করেছেন পরী।

তবে পরীমনির এমন দাবীর ২৪ ঘন্টা যেতে না যেতেই প্রকাশ্যে চলে আসে আরেক স্বামী সৌরভ। শুধু তাই নয়, সৌরভের সাথে তার অন্তরঙ্গ ছবিও এখন ভায়রাল। শুধু কি ছবি? না, সেই সাথে পাওয়া প্রকাশ হয়েছে সৌরভের সাথে পরীমণির বিয়ের কাবিননামাও!

এদিকে পরীমনির অবস্থা যখন এমন, তখন সর্বত্র একটাই প্রশ্ন উঠছে, তাহলে পরীমনির আসল স্বামী কে? ইসমাইল না কি সৌরভ?

শুরুটা হয়েছিলে অনিক আব্রাহম নামের এক ফেসবুকারের পোস্ট করা ছবি নিয়ে। এই ফেসবুকার দাবী করেছিলেন, পরীমনির নাম স্মৃতি মনি। সে তার বন্ধু ইসমাইলের স্ত্রী। তারা ভোলার সদর রোডে বসবাস করতেন।

এমন সংবাদ প্রকাশিত হতেই তেলে বেগুনে জ্বলে উঠেন পরীমনি। তিনি তার ফেসবুক ওয়ালে পাল্টা পোস্ট করে সাংবাদিকদের একহাত দেখিয়ে লিখেছিলেন, বললেন, এমন হাজারটা ছবি আছে আমার সঙ্গে। তবে কি সবাই আমার স্বামী? এরপর তো আরও চমকে দিলেন নিজেই অচেনা তিনজনের সঙ্গে তিনটি ঘনিষ্ঠ সেলফি প্রকাশ করে। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজকের কুইজ- বলুনতো আমার পাশের এই ছেলেগুলোর সাথে আমার কী সম্পর্ক? হাজব্যান্ড রাইট??? পিকগুলো (ছবিগুলো) সেভ করে রাখেন। এগুলোও একদিন পুরনো হয়ে যাবে, তখন এ রকম নিউজে কাজে দেবে খুব...।’

রবিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত পরীমনির এমন আগুন প্রতিক্রিয়ায় কয়েক গামলা জল ঢেলে দিলেন শাকিল রিয়াজ নামের একজন ফেসবুকার। তিনি প্রকাশ করেন বেশ কিছু ছবি ও তথ্য।

শাকিল রিয়াজ ফেসবুকে লিখেছেন, ‘একটু আগে পরীমনি ভাবীকে নিয়ে একটা পোস্ট দেখলাম, যেখানে ভাবীকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর স্ক্যান্ডাল ছড়ানো হয়েছে। আসল সত্য হয়তো অনেকেই জানেন না। পরীমনির আসল নাম সামসুর নাহার স্মৃতি। ভাবী আমাদের খুব কাছের বড় ভাইয়ের বৌ। ভাইয়ের নাম সৌরভ কবীর। ভাবীকে নিয়ে এ সব বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে আমি আর মুখবুজে থাকতে পারলাম না। আমার মনে হলো এখনই সময়, আসল সত্যটা সবার সামনে তুলে ধরার। ভাই ও ভাবীর বিয়ে হয় ২৮ এপ্রিল ২০১২ সালে। ৩ বছর প্রেম করার পরে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেন এবং পরে সেটা দুই পরিবার থেকেই মেনে নেয়। ভাইয়ের বাসা যশোরের কেশবপুরে।’

শাকিল রিয়াজ আরও লিখেছেন, ‘ভাই এবং ভাবী নিজেদের পেশার জগৎ আলাদা। ভাই পেশায় একজন প্রফেশনাল ফুটবলার। ভাই এবং ভাইয়ের পরিবারের সম্মতিতেই ভাবী মিডিয়া জগতে প্রবেশ করেন। ভাই এবং ভাবীর নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদের এ সম্পর্কের কথা আড়াল করে রেখেছেন। তারা এখনও একসঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন। কিন্তু আজকের এ ঘটনার পরে আমি আর মুখ বুজে থাকতে পারলাম না। আসল সত্য সবার সামনে তুলে ধরলাম। ভাই ও ভাবী আপনারা কিছু মনে করলেও আমি বাধ্য হয়ে এই পোস্টটি করলাম। আমার এই পোস্ট নিয়ে যদি কারও কোনও সন্দেহ থেকে থাকে, তাহলে আমরা প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত।’

এদিকে এমন ঘটনার পর এখন সর্বত্রই প্রশ্ন, তাহলে ঘটনাটা কি? কে তবে পরীমনির আসল স্বামী? আবার কেউ কেউ বলছেন, তাহলে পরীমনি ক’টা বিয়ে করেছেন? এ ঘটনার পর এখনও পরীমনির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে ঘটনা যা হোক, দুই স্বামী দ্বীদারের মধ্যে কিন্তু চমৎকার একটি মিল রয়েছে পরীমনির নাম নিয়ে। আর তা হলো, অনিকের পক্ষ থেকে পরীমনির নাম ‘স্মৃতি মনি’ বলে দাবী করা হয়। আর শাকিল রিয়াজের পক্ষ থেকে পরীমনির নাম ‘সামসুন্নাহার স্মৃতি’ বলে দাবী করা হয়েছে।
১ ফেব্রুয়ায়ি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে