বিনোদন ডেস্ক: কঙ্গনা রানাউত, যার সঙ্গে নাম জড়িয়েছে একটা সময় একাধিক বলিউড অভিনেতার। তালিকা থেকে বাদ পড়েননি অজয় দেবগণ, হৃত্বিক রোশন। তাই বলে রণবীর কাপুরের সঙ্গে প্রেম!
শুধু তাই নয়, রণবীর কাপুর রীতিমত নাকি অনুরোধ করেছিলেন কঙ্গনাকে তার সঙ্গে ডেটে যেতে। হঠাৎই এমনই মন্তব্য করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। নাম না করেই একটি পোস্ট করেছিলেন কঙ্গনা।
যেখানে তিনি স্পষ্ট মন্তব্য করেন, কঙ্গনার কাছে নাকি ডেটিং-এর জন্য ভিক্ষা করতেন রণবীর কাপুর। যে পোস্ট রীতিমত শোরগোল ফেলে দেয়, বিশেষ করে বিয়ে সন্তান নিয়ে যে মন্তব্য করেন তিনি, তা দেখে অনুমান করতে বিন্দুমাত্র অসুবিধা হল না নেটদুনিয়ার।
একটি দীর্ঘ পোস্ট করে লিখেছিলেন, আরও একজন সুপারস্টার, যিনি লেডিস ম্যান বলেই পরিচিত, তিনি আমার বাড়িতে এসে একটু ডেটিং-এর জন্য ভিক্ষা করতেন, তবে সেই সাক্ষাৎগুলো গোপনেই হতো। আমি যখন তার চরিত্র নিয়ে প্রশ্ন করি, তখন তিনি জানান, এক পাপা কি পরীর পাল্লায় তিনি আছেন, যাকে তিনি ভালবাসেন না।
আমি তখন রাজি হইনি, জানিয়েছিলাম পারব না। তখন তিনি আমার সঙ্গে নানা নম্বর থেকে যোগাযোগ করতে থাকেন। আমি সব নম্বরই ব্লক করতে থাকি। তারপর মনে হয় আমার সব ডিভাইস হ্যাক করে নেওয়া হয়। তিনি আমাকে আরও বলেন, তার বিয়ে ফেক, তার সন্তান ছবির প্রোমোশনের জন্যই।
কঙ্গনার সঙ্গে ডেট নিয়ে সর্বাধিক যে অভিনেতাকে নিয়ে চর্চা তুঙ্গে ওঠে, তিনি হলেন হৃত্বিক রোশন। রীতিমত ঝড় বয়ে যায় বলিউডের অন্দর মহলে। মেল করে তারা একে অপরের সঙ্গে একটা সময়ের পর বচসাতে জড়িয়েছিলেন। তবে বর্তমানে সেই সকল বিষয় ধামাচাপা পড়ে গিয়েছে।