সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ০২:০৭:৪৬

ভূমিকম্প সৃষ্টি করেছে জনপ্রিয় পপ তারকা

ভূমিকম্প সৃষ্টি করেছে জনপ্রিয় পপ তারকা

বিনোদন ডেস্ক: রীতিমত ভূমিকম্প সৃষ্টি করেছে জনপ্রিয় মার্কিন পপ তারকা টেলর সুইফ্টের কনসার্ট। ওয়াশিংটনের এক ভূমিকম্পবিদ জানিয়েছেন, টেলর সুইফ্টের দুটি কনসার্ট যে পরিমাণ কম্পন তৈরি করেছে তা ২.৩ মাত্রার ভূমিকম্পের সমান।

টেলর সুইফ্টের ইরাস ট্যুরের অংশ হিসেবে গত ২২ ও ২৩ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে প্রায় দুই লক্ষের কাছাকাছি দর্শক উপস্থিত ছিলেন। সিয়াটলের ভূমিকম্পবিদ জ্যাকি কাপলান-অয়ারবাক জানান, কনসার্টের সময় ভূপৃষ্ঠে যে পরিমাণ কম্পন তৈরি হয়েছিল তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

তার মতে, কনসার্টে উপস্থিত দর্শকদের লাফালাফি অথবা কনসার্টের সাউন্ড সিস্টেমের কারণে এই কম্পন তৈরি হয়েছিল। এই কনসার্ট ভেঙে দিয়েছে ২০১১ সালের 'বিস্ট কোয়েক'-এর রেকর্ড। 

২০১১ সালে আমেরিকান ন্যাশনাল লিগ ফুটবল মাঠে দর্শকদের উল্লাসের কারণে তৈরি হওয়া ভূকম্পন ছিল ২ মাত্রার ভূমিকম্পের সমান। গানের কনসার্টের কারণে এর আগেও ভূমিকম্প তৈরি হওয়ার ইতিহাস রয়েছে। ২০১১ সালে নিউজিল্যান্ডে 'ফু ফাইটারস' কনসার্টের সময়ও ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে