বিনোদন ডেস্ক: অভিনেতা ফারদিন খান এবং তার স্ত্রী নাতাশা মাধভানি 'সৌহার্দ্যপূর্ণভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন' বলে জানা গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফারদিন এবং নাতাশা এক বছরেরও বেশি সময় ধরে আলাদাভাবে বসবাস করছেন।
রিপোর্ট অনুযায়ী, ‘এক বছরেরও বেশি সময় ধরে দুই জনে আলাদাভাবে বসবাস করছেন। দুইজনের মধ্যে সমস্যাও দেখা দিতে শুরু করেছে। যখন তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি, তখন তারা উন্নতির জন্য আলাদা পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
প্রতিবেদন অনুসারে, ফারদিন এবং নাতাশা উভয়ই ‘নো কমেন্ট’ অবস্থান বেছে নিয়েছিলেন এই বিষয়ে। জানা গিয়েছে, ফারদিন তার মায়ের সঙ্গে মুম্বাইয়ে থাকলেও নাতাশা লন্ডনে থাকছেন। তিনি প্রবীণ অভিনেতা মমতাজের মেয়ে।
ফারদিন এবং নাতাশা ২০০৫ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন। এই জুটির একটি কন্যা ও পুত্র রয়েছে। ডায়ানি ইসাবেলা খান ২০১৩ সালে জন্মগ্রহণ করে সে এবং একটি ছেলে, আজারিয়াস ফারদিন খান ২০১৭ সালে জন্মগ্রহণ করে।
রিপোর্ট অনুসারে, ফারদিন একটি হরর ড্রামা, ভিসফট দিয়ে চলচ্চিত্রে প্রত্যাবর্তন করতে চলেছেন। ছবিতে আরও অভিনয় করবেন রিতেশ দেশমুখ, প্রিয়া বাপট এবং ক্রিস্টেল ডি'সুজা। তিনি তার ২০০৫ সালের হিট ছবি নো এন্ট্রির সিক্যুয়েলে অভিনয় করবেন বলে জানা গিয়েছে। তাকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১০-এর দুলহা মিল গ্যায়ায়।