সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ০৫:৩৭:০২

অপমানিত নারী সম্প্রদায়ের কাহিনী তুলে ধরবে এই সিনেমা: রুক্মিণী

অপমানিত নারী সম্প্রদায়ের কাহিনী তুলে ধরবে এই সিনেমা: রুক্মিণী

বিনোদন ডেস্ক: বিনোদিনী থেকে সত্যবতী আবার এখন তিনি দ্রৌপদী হওয়ার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। রুক্মিণী মৈত্র এর ঝুলিতে একের পর এক নতুন ছবি। মহাভারতের অবিচ্ছেদ্য এক অংশ দ্রৌপদী, তার অজানা গল্পই বর্ণনা করবে এই চরিত্র।

মহাভারতের যুদ্ধে দ্রৌপদীর অবদান সাংঘাতিক। তার অপমানে ধ্বংস হতে হয় কুরু বংশকে। তাকে সঙ্গ দিয়েছিলেন স্বয়ং কৃষ্ণ। তাঁর সম্মানহানিতে মাশুল গুনতে হয়, কৌরবদের। এবার, রুক্মিণীর নতুন চ্যালেঞ্জ নেওয়ার পালা। 

ঐতিহাসিক এক ডাকসাইটে নারীর চরিত্র পেতেই মেয়েদের সম্মান এবং সমাজে তাদের অধিকার নিয়েই আওয়াজ চড়ালেন তিনি। সেই সুদূর অতীত থেকে মেয়েদের সঙ্গে নানা কিছু হয়ে আসছে। তাঁদের অপমান, এবং সমাজের বুকে অবমাননা তথা লাঞ্ছনা নিয়েও কলম ধরলেন তিনি। 

লিখলেন, “মহাভারতের সময় থেকেই নারীর অপমানের শুরু কিনা জানি না, তবে নারীর অপমানের দণ্ড পেতে হয়েছিল কুরু বংশের সবাইকে। আজও সমাজ নারীর অধিকার এবং সাফল্য কে মেনে নিতে দ্বিধা বোধ করে! দ্রৌপদী তুলে ধরবে অপমানিত নারী সম্প্রদায়ের কাহিনী!”

নতুন শুরু, তাই সকলের আশীর্বাদ প্রার্থনা করলেন তিনি। দেবের প্রযোজনায় ফের আরেক ছবিতে দেখা যাবে। যদিও, রুক্মিণীকে একঘেয়ে দেখতে দেখতে বেশ বিরক্ত হচ্ছেন অনেকে। কিন্তু, এই ছবিতে রুক্মিণীর সঙ্গে কৃষ্ণ কাকে বেছে নিতে চলেছেন দেব সেটি দেখার অপেক্ষায় সকলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে