সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ০৬:১১:৩৮

ফাঁদ পেতে জনপ্রিয় অভিনেত্রীকে গ্রেফতার

ফাঁদ পেতে জনপ্রিয় অভিনেত্রীকে গ্রেফতার

বিনোদন ডেস্ক : হানি ট্র্যাপের অভিযোগে টালিউড অভিনেত্রী নিত্য সাসি ও তার বন্ধু বিনিকে গ্রেফতার করেছে পুলিশ।মালয়ালম ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়ে ‍উঠেন ৪১ বছর বয়সি এই অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৭৫ বছরের এক বৃদ্ধ তার বাড়ি বিক্রি করতে সংবাদপত্রে বিজ্ঞাপন দেন। এই বৃদ্ধ কেরালার তিরুঅনন্তপুরমের বাসিন্দা। তবে রাজ্যের কোল্লাম জেলার পারাভুর শহরে একটি বাড়ি রয়েছে তার। সেই বাড়ি বিক্রি করতে চাইছিলেন তিনি। 

বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন অভিনেত্রী নিত্য। বাড়ি কেনার আগ্রহ দেখিয়ে বৃদ্ধের সঙ্গে দেখা করতে তার পারাভুরের বাড়িতে যান অভিনেত্রী। এ সময় বন্ধু বিনুকেও সঙ্গে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পরই ঘটনার দৃশ্যপট পালটে যায়। 

বৃদ্ধের দাবি, বাড়িতে পৌঁছে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকেন অভিনেত্রী নিত্য। এমনকি ভয় দেখিয়ে তাকে বি'ব'স্ত্র করেন। বৃদ্ধের সঙ্গে জোর করে ঘনি'ষ্ঠ হয়ে নিজের ছবিও বিনুকে দিয়ে তোলেন নিত্য। এরপর গত মে মাস থেকে বৃদ্ধকে ভয় দেখাতে শুরু করেন অভিনেত্রী। 

এক পর্যায়ে ২৫ লাখ টাকা দাবি করেন নিত্য। টাকা দিতে রাজি না হওয়ায় অ'শ্লী'ল ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হু'মকি দেন অভিনেত্রী।

নিত্যের হু'মকিতে ভয় পেয়ে অভিনেত্রীকে ১১ লাখ টাকা দেন ওই বৃদ্ধ। এরপর আরও বেশি পরিমাণ টাকা জন্য বৃদ্ধকে চাপ দিতে থাকেন। 

পরে ওই বৃদ্ধ ১৮ জুলাই স্থানীয় থানায় গিয়ে পুলিশকে সব ঘটনা খুলে বলেন। নিত্য ও বিনুকে গ্রেফতার করতে ফাঁদ পাতে পুলিশ। টাকা দেওয়ার নাম করে শহরের একটি নির্দিষ্ট জায়গায় নিত্যকে দেখা করতে বলেন বৃদ্ধ। নিত্য সেখানে পৌঁছলে পুলিশ অভিনেত্রীকে গ্রেফতার করে। এরপর তার বন্ধু বিনুকেও গ্রেফতার করা হয়। 

পুলিশ জানিয়েছে, নিত্যের সঙ্গে বহু দিনের সম্পর্ক বিনুর। নিত্যের বাড়িতেও তার যাতায়াত ছিল। তারা দুজন এ ধরনের অপরাধের সঙ্গে আগেও জড়িত ছিলেন কিনা তার তদন্ত চলছে। দোষী প্রমাণ হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে