মঙ্গলবার, ০১ আগস্ট, ২০২৩, ০২:১২:৫২

বলিউডের অনেক অন্ধকার সত্য সম্পর্কে জানালেন নোরা ফতেহি!

বলিউডের অনেক অন্ধকার সত্য সম্পর্কে জানালেন নোরা ফতেহি!

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নোরা ফতেহি। একটা সময় ছিল যখন তাকে রীতিমতো উপহাস করা হত। তবে তিনি নিজেকে ইন্ডাস্ট্রিতে দাঁড় করাতে একাই পরিশ্রমও করেছেন। 

তাকে যেমন একদিকে নানা কারণে বিচার করা হয়েছে, তেমনই উপহাসও করা হয়েছিল। কিন্তু, তাকে এখন গেম চেঞ্জারও বলা হয় এবং তার প্রতিভা দিয়েই নিজের জায়গা করে চলেছেন। তার সর্বশেষ সাক্ষাৎকারে, নোরা ফতেহি বলিউডের অন্ধকার দিক সম্পর্কে কথা বলেছেন।

আমরা এমন অনেক কিছুর সাক্ষী থেকেছি, যেখানে করিনা কাপুর খানকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার নোরা বলেছেন যে বলিউডে তাকে অনেকেই বলেছিলেন যে নোরাকে অনেক বড় অভিনেতাদের সঙ্গে দেখা উচিত ছিল। এবং এটি তার কেরিয়ারে সহায়কও হত।

তবে নোরা তার কৃতিত্বের জন্য গর্বিত। যা অন্য কোনও নায়কের কারণে নয় বরং নিজের জন্য গর্বিত। অনেক নেটিজেন আছেন যারা মনে করেন তিনি অভিনেত্রীদের পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন। যারা তাবড় অভিনেতাদের সঙ্গে ডেটিং করছেন এবং বলছেন যে বলিউডে সম্পর্কগুলি কেবল খ্যাতি এবং প্রচারের জন্য।

একটি সাক্ষাৎকারে তিনি বলিউডের অনেক অন্ধকার সত্য সম্পর্কে বলেছিলেন। এবং কীভাবে তাকে পিআর-এর জন্য বড় অভিনেতাদের ডেট করতে বলা হয়েছিল সেকথাও তুলে ধরেছিলেন। ‘আমি আরেকটি কথা বলব যে আমাকে ক্রমাগত বলা হয়েছিল নির্দিষ্ট লোকেদের সঙ্গে ডেট করার জন্য।’

নোরা বলেন, ‘পিআরের জন্য তারিখও বেছে দেওয়া হত এবং এই অভিনেতা ওই অভিনেতার সকলের নাম পর্যন্ত উল্লেখ করে দেওয়া হত। আমি কখনওই সেই সমস্ত বাজে কথায় কান দিইনি। আমি খুব খুশি কারণ এখন আমি নিয়ম তৈরি করি, আমি আমার শর্তে কাজ করি এবং আমার সাফল্য আমার পাশের অন্য কোনও অভিনেতা বা অন্য কোনও নায়কের কারণে নয়।’

কনম্যান সুকেশ চন্দ্রশেকরের ক্ষেত্রেও নোরার নাম উল্লেখ করা হয়েছিল। যিনি অভিযোগ করেছিলেন যে তিনি জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ডেট করেছিলেন এবং দাবি করেছিলেন যে নোরা তাকে জ্যাকলিনকে ছেড়ে তার সঙ্গে ডেট করার জন্য প্ররোচিত করতেন। কিন্তু, তিনি কখনওই তার প্রস্তাব গ্রহণ করেননি। 

সুকেশ এমনকী এও দাবি করেছেন যে তিনি নোরাকে একটি অতি ব্যয়বহুল এবং বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন, যা তিনি আনন্দের সঙ্গে গ্রহণও করেছিলেন। নোরা এও স্পষ্ট করেছেন যে তিনি কখনওই সুকেশের সঙ্গে কোনও চুক্তিতে লিপ্ত হননি এবং তাকে বিনা কারণে এই মামলায় টেনে আনা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে