মঙ্গলবার, ০১ আগস্ট, ২০২৩, ০২:৩৫:৪৭

ব্যক্তিগত জীবনের গোপন তথ্য ফাঁস করলেন এনা

ব্যক্তিগত জীবনের গোপন তথ্য ফাঁস করলেন এনা

বিনোদন ডেস্ক: অভিনয়, প্রযোজনা সবকিছু নিয়েই ভীষণ ব্যস্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা। হাজার ব্যস্ততার মাঝেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নিত্য নতুন ছবি আর রিল ভিডিও শেয়ার করেন এনা। 

সম্প্রতি বার্বির ট্রেন্ডে গা ভাসিয়েছেন। গোলুমুলু এনার বার্বি লুক দারুণ পছন্দ হয়েছিল ভক্তদের। গোলাপি রংয়ের শর্ট ড্রেসে মাথায় ফুল গুজে হাতে কফি মগ নিয়ে রিল ভিডিয়ো বানিয়েছেন অভিনেত্রী। এরপরই টলিপাড়ার বারবি গার্ল এনা সাহা ব্যক্তিগত জীবনের গোপন তথ্য ফাঁস করলেন এনা। 

জানিয়ে দিলেন কে তাঁর টুরু লাভ। রুপোলি দুনিয়ার তারকাদের জীবনের প্রেম-ভালোবাসার গল্প জানতে সকলেই উৎসুক হয়ে থাকে। তাহলে এবার জেনে নেওয়া যাক এনার ভালোবাসার গল্প। শুনলে কিন্তু, চমকে যাবেন। কারণ টলি অভিনেত্রী এনা সাহার টুরু লাভ টাকা। 

হ্যাঁ, মিরর সেলফি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আয়না আমার প্রিয় বন্ধু আর টাকা আমার সত্যি ভালোবাসা'। আয়নার সামনে একাধিক অঙ্গভঙ্গিতে পোজ দিয়েছেন এনা। ছবি পোস্ট করতেই এনার ওই মিষ্টি হাসির প্রশংসা করেছে নেটপাড়া। কেউ লিখেছেন, 'সুইট স্মাইল এনা' তো কে আবার কমেন্ট করেছেন, 'কিউটনেস ওভারলোডেড'।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে