মঙ্গলবার, ০১ আগস্ট, ২০২৩, ০২:৫৭:৫৩

তৃতীয় বিয়েও টিকল না অভিনেতার

তৃতীয় বিয়েও টিকল না অভিনেতার

বিনোদন ডেস্ক: টেলিভিশন ব্যক্তিত্ব রাহুল মহাজন এবং স্ত্রী নাতাল্যা ইলিনার বিচ্ছেদ হয়েছে বলে জানা গিয়েছে। দম্পতি তাঁদের বিবাহিত জীবনের শুরু থেকেই অ্যাডজাস্টমেন্টের সমস্যা ছিল। ২০১৮ সালে বিয়ে করেছিলেন তারা। 

ভারতীয় মিডিয়ার প্রতিবেদন অনুসারে তারা গত বছর আলাদা হয়েছিলেন এবং বিবাহবিচ্ছেদের জন্য আবেদনও করেছিলেন। রাহুল, যাকে বিগ বস ২-এ প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছিল, ডিভোর্সের বিষয়টি তিনি অস্বীকার বা নিশ্চিত করেননি।

নাতাল্যা ছিলেন রাহুলের তৃতীয় স্ত্রী। তিনি এর আগে ডিম্পি গাঙ্গুলি (২০১০-২০১৫) এবং শ্বেতা সিং (২০০৬-২০০৮) এর সঙ্গে বিয়ে করেছিলেন। দুইজনেই তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। রাহুল এবং নাতাল্যা ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন। 

রাহুলের বয়স যখন ৪৩, তখন তারা বিয়ে করেছিলেন। নাতাল্যার বয়স সেই সময় ছিল ২৫। ২০২০ সালে রাহুল বলেছিলেন যে নাতাল্যা তাদের বিয়ের পরে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। প্রাক্তন দম্পতি গত বছর কাগজপত্র দাখিল করেছিলেন। তবে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে বা এটি নিয়ে এখনও কোনও প্রক্রিয়া চলছে কিনা, তা নিশ্চিত করা হয়নি।

একটি সূত্র রাহুল এবং নাতাল্যার সম্পর্কের বিষয়ে জানিয়েছেন, ‘শুরু থেকেই উভয়ের মধ্যে সামঞ্জস্যের সমস্যা ছিল। যাইহোক, তারা যতদিন সম্ভব তাদের বিবাহ জীবনকে টেনে নিয়ে গিয়েছিল। তারা গত বছর বিচ্ছেদ করেছিল এবং বিবাহবিচ্ছেদের জন্য আবেদনও করেছিলেন।’

রাহুল বলেছেন, ‘আমি আমার ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চাই। আমি কোনও বিষয়ে মন্তব্য করতে চাই না। এমনকী আমার ব্যক্তিগত জীবনে কী ঘটছে তা আমি আমার বন্ধুদের সঙ্গেও আলোচনা করি না। 

জানা গিয়েছে, তৃতীয় বিবাহ বিচ্ছেদের পর রাহুল 'একদম ভেঙে পড়েছেন'। তার এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, একই বিষয়ে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি 'গত বছর খুব খারাপ অবস্থায় ছিলেন’। সেরকম থাকার পরে ধীরে ধীরে 'জীবন ফিরে পাচ্ছেন'।

তার বন্ধু আরও বলেছেন, যে রাহুল আবার 'প্রেম খুঁজে পাওয়ার আশায় রয়েছেন'। এবং তার অতীত অভিজ্ঞতার কারণে ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা না বলার সিদ্ধান্তও নিয়েছেন। মহারাষ্ট্রের প্রখ্যাত রাজনীতিবিদ প্রমোদ মহাজনের ছেলে রাহুল। রাহুলের বোন পুনম মহাজন যুব বিজেপির সভাপতি ছিলেন এবং উত্তর মুম্বাই আসনের সংসদ সদস্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে