বুধবার, ০২ আগস্ট, ২০২৩, ১২:০১:৪৮

দাক্ষিণাত্যের সুন্দরী হয়ে উঠলেন বাঙালি বধূ!

দাক্ষিণাত্যের সুন্দরী হয়ে উঠলেন বাঙালি বধূ!

বিনোদন ডেস্ক: প্যান ইন্ডিয়া সিনেমা যদি হতে পারে, প্যান ইন্ডিয়া ফ্যাশন কেন নয়! এই বার্তাই যেন দিলেন দক্ষিণী অভিনেত্রী নিত্যা মেনন। পায়ে আলতা, চোখে কাজল দিয়ে দাক্ষিণাত্যের সুন্দরী হয়ে উঠলেন বাঙালি বধূ।

'বেঙ্গালুরু ডেজ', 'ওকে কানমানি'র মতো সিনেমার পাশাপাশি 'মিশন মঙ্গল'-এও অভিনয় করেছেন নিত্যা। 'ব্রেথ' সিরিজে ছিলেন অভিষেক বচ্চনের বিপরীতে। নিত্যার এই বাঙালি সাজ কলকাতার শাড়ির বিপণি 'পরমা'র জন্য।

অভিনেত্রীর মেকআপের দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ দাস। তিনিই সৃজনশীল পরিচালনা ও স্টাইলিংয়ের দায়িত্বে সামলেছেন। আলপনার মাঝে অভিনেত্রীকে বিভিন্ন মুডে ক্যামেরাবন্দি করেছেন শৌভিক সেনগুপ্ত।

উল্লেখ্য, নিত্যা মেনন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কন্ঠশিল্পী। তিনি তেলুগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিনয় করার জন্যই বেশি পরিচিত। তিনি তেলুগু ভাষার গুন্ডে জারি গাল্লান্থায়িন্ডি, মাল্লি মাল্লি ইডি রানি রজু ও তামিল ভাষার মেরসাল চলচ্চিত্রে অভিনয় করে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে