বিনোদন ডেস্ক: সোহিনী সরকারের সঙ্গে মনোমালিন্যের জেরে মাতঙ্গী সিরিজ থেকে বাদ পড়েছেন তৃণা সাহা। তার জায়গা নিয়েছেন রোশনি ভট্টাচার্য। কিন্তু, দুঃখ প্রকাশ করা সত্ত্বেও কেন তৃণার সঙ্গে কাজ করল না ক্যামেলিয়া এবং ওয়ার্কশপ প্রোডাকশন?
রুদ্রনীল ঘোষ জানান, এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। তার কথায়, 'ওয়ার্কশপ, ক্যামেলিয়া প্রোডাকশন, টেকনিশিয়ান এবং কলাকুশলীরা মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। সকলেই তো তৃণা সাহার ফ্লোর ছেড়ে বেরিয়ে যাওয়ার সাক্ষী। আর ক্ষয়ক্ষতির প্রভাব সকলের উপরেই পড়েছে।'
তার সংযোজন, 'সাধারণত যার জন্য এত ক্ষতি হল, তাকেই দায় নিতে বলা হয়। তবে আমরা চাই না তৃণার ঘাড়ে কোনও ক্ষয়ক্ষতির বোঝা নামুক। আমরা বন্ধু মানুষ। তাই এমনটা করব না। তৃণা দুঃখ প্রকাশ করেছেন, ঠিক কথা। তবে অনুমতি ছাড়া ফ্লোর থেকে বেরিয়ে যাওয়া অনৈতিক কাজ। তার আচরণে অনেকে ব্যথিত। আমাদের সবার সঙ্গে সবার মতের মিল হয় না। তবে কাজের ক্ষেত্রে মানিয়ে নিতে হয়। ভালো কাজ করা সেখানে লক্ষ্য হওয়া উচিত।'
রুদ্রনীল জানান, কাজে ফেরার জন্য নতুন কিছু শর্ত দিয়েছিলেন তৃণা। তিনি বলেন, তৃণার ওই শর্তের সঙ্গে খরচ জড়িয়ে আছে। তাছাড়া এর মধ্যে একটি শর্ত- তাঁর মানসিক কোনও সমস্যা না হয়, মানে তার মন খারাপ হয় এমন কোনও ঘটনা সেটে ঘটলে চলবে না।
তিনি বলেন, এতগুলো মানুষকে ক্ষয়ক্ষতির মুখে ফেলে সেট ছেড়েছেন তিনি। এতজন ব্যথিত হয়েছেন। এই পরিস্থিতিতে কোনও প্রোডাকশন হাউজ তার মন খারাপ না হওয়ার দায়িত্ব নিতে পারে? চিৎকার করে যে অভিনেত্রী সেট ছাড়লেন, তার সব শর্ত মেনে নিয়ে কাজ করলে বিষয়টি খারাপ হবে। পরে যদি আবারও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে? সেই দায় কে নেবে?