বিনোদন ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে রণবীর সিং ও আলিয়া ভাটের ছবি রকি অউর রানি কি প্রেম কাহিনি। ঝড়ের গতিতে ভাইরাল সেই ছবির খবর গত কয়েক মাস থেকেই। কারণ বেশ কয়েকটি চমক জুড়ে রয়েছে ছবির সঙ্গে।
যার মধ্যে অন্যতম হল ৭ বছর পর পরিচালনাতে ফিরলেন করণ জোহর। শুধু তাই নয়, ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটের জুটিও দর্শক মনে কৌতুহলের পারদ তুঙ্গে তুলেছিল। বর্তমানে আলিয়া ভাট ও রণবীরের এই ছবি রমরমিয়ে চলছে বক্স অফিসে।
সকলকে তাক লাগিয়েছে ছবির গান থেকে শুরু করে গল্প। বহুদিন পর নির্ভ্যাজাল প্রেমে গল্প নিয়ে ছকে বাঁধা করণ জোহরের উপস্থিতি। যেখানে গান, গানের উপস্থাপনাতে পরতে পরতে ধরা দিল খুব চেনা ছবি। এই ছবি বর্তমানে ৭০ কোটির বেশ ব্যবসা করে ফেলেছে।
এই সপ্তাহেই ছবি ১০০ কোটির ব্যবসা করার সম্ভাবনা দেখছেন সিনে বিষেশজ্ঞরা। রণবীর ও আলিয়াও ভক্তদের এই উচ্ছ্বাসে বেজায় খুশি। সকলের মুখেই হাসি। তাই ভক্তদের সারপ্রাইজ দিতে এবার তারা হাজির হলেন প্রেক্ষাগৃহে। ছবি তখন শেষের মুখে।
হঠাৎই সিনেমাহলে ঢুকলেন এই জুটি। দেখা মাত্রই প্রেক্ষাগৃহে উত্তেজনার পারদ ওঠে তুঙ্গে। পর্দার স্টারদের চোখের সামনে দেখে ভক্তরা ঠিক কী করবেন যেন বুঝতেই পারছিলেন না। সকলের মুখে সেই হাসি দেখে বেজায় খুশি স্টার জুটিও তারাও হাসি মুখে সকলকে জানালে ধন্যবাদ।
সেই ভিডিও ভাইরাল হতেই তা সকলের নজর কাড়ল। সকলেই এক কথায় গেলেন চমকে। এও সম্ভব। সম্প্রতি মুম্বাই শহরে এমনই এক চমকে সকলকে তাক লাগিয়ে দিলেন রকি অউর রানি।