বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০২৩, ০২:২৯:৫১

বক্স অফিসে লাগাতার ফ্লপ, যা বললেন আয়ুষ্মান খুরানা

বক্স অফিসে লাগাতার ফ্লপ, যা বললেন আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক: ফের নতুন ছবি নিয়ে ফিরতে চলেছেন আয়ুষ্মান খুরানা। আসছে ‘ড্রিম গার্ল ২’। তবে এর আগে আয়ুষ্মানের যে তিনটি ছবি বক্স অফিসে মুক্তি পেয়েছে, তিনটিই ফ্লপ করেছে। কিন্তু সে সব ঝেড়ে ফেলে তিনি এবার নতুন ছবির প্রচারের জন্য একেবারে কোমর বেঁধে লেগে পড়েছেন।

পরপর তিনটি ফ্লপের পর এই ছবির আগে কী কোনও অতিরিক্ত চাপ বোধ করছেন তিনি? আয়ুষ্মান খুরানার মতে না, স্রেফ তার আগের ছবিগুলো সঠিক সময় মুক্তি পায়নি। এর আগে আয়ুষ্মানকে ‘অনেক’, ‘ডক্টর জি’, ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিতে দেখা গিয়েছে। কিন্তু তিনটি ছবিই বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। 

প্রযোজকদের লাভ তো ছেড়েই দিন, বিনিয়োগ করা টাকারও সলিল সমাধি হয়েছে। এই ছবি তিনটির মধ্যে ‘অনেক’ এবং ‘ডক্টর জি’ সামাজিক সমস্যার বিষয়ে কথা বলেছে। অন্যদিকে ‘অ্যান অ্যাকশন হিরো’ একটি টিপিক্যাল বলিউডি মশলাদার ছবি ছিল।

এভাবে পরপর তিনটি ছবির কেন ভরাডুবি হল? কোথায় ভুলটা হয়েছিল? আয়ুষ্মান এই প্রসঙ্গে বলেন, 'এটা পুরোটাই না সঠিক সময় এবং সঠিক জায়গার বিষয়। ব্যাপারটা অনেকটাই জিগ-জ পাজেলের মতো। খাপে খাপে বসাতে হবে ছবিটা বানানোর জন্য। 

তবে আমি বিশ্বাস করি এই ছবিগুলো প্রত্যেক মানুষের ভীষণ ভালো লেগেছে এবং এগুলো মানুষকে দীর্ঘদিন ভাবাবে। এই বিষয়ে লমহে ছবির কথা বলতে পারি, ছবিটা বক্স অফিসে ভালো চলেনি, কিন্তু ছবিটা আমাদের অত্যন্ত কাছের।'

আগামী ছবি প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, 'একতা ভীষণই স্মার্ট। ও একজনের থেকেই হিরো, হিরোইন সবার কাজ তুলে নিল। আর আমার এবারের লক্ষ্য হল সেরা অভিনেত্রীর নমিনেশনে নিজের নাম দেখতে পাওয়া।' বলেই হাসতে শুরু করেন তিনি। তাকে ড্রিম গার্ল ২ ছবিতে এক মহিলার ছদ্মবেশ নিতে দেখা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে