বিনোদন ডেস্ক: বলিউডের তরুণ অভিনেত্রী সারা আলি খান! নতুন তারকাদের মধ্যে তার নাম আসবেই! কারণ অভিনয়ের জোড়ে সেই জায়গা তিনি করে নিয়েছেন বলিউডে। যদিও সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে তিনি।
সাইফের চার সন্তানের মধ্যে সব থেকে বড় সারা! বাবার সঙ্গে এক বাড়িতে না থাকলেও যাতায়াত রয়েছে সারার। মাঝে মধ্যেই কারিনার ছেলে তৈমুর ও জেহকে নিয়ে খেলতে দেখা যায় সারাকে। বাবা মায়ের নামের জন্য নয় সারা নিজের অভিনয় দক্ষতায় জায়গা করেছেন বি-টাউনে।
তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। সারা অভিনীত প্রথম মুক্তি পাওয়া ছবি ‘কেদারনাথ’, যদিও তারপর ভিকি কৌশল থেকে অক্ষয় কুমার, ধানুশ বহু নায়কের পাশে দাপিয়ে অভিনয় করেছেন সারা আলি খান। তবে সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়!
মুম্বাই বিমান বন্দরের ভিডিও। কর্ড সেট পোশাকে বিমান থেকে নামেন সারা! আর তার পরেই ঘটে যায় কাণ্ড! সারা তার ভক্তদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেন না! বরং সকলের সঙ্গে এগিয়ে গিয়ে ছবি তোলেন। খুব ক্লান্ত থাকলেও সব সময় মিষ্টি হেসে চলে যান তিনি।
এবার সেই সারাকেই দেখা গেল ছুটে পালাতে। ভক্তদের থেকে পালাতে হল তাকে। সারাকে দেখেই বিমান বন্দরে ঘিরে ধরেন ভক্তরা। সকলে মিলে একে একে ছবি তোলার জন্য চলে আসেন। সকলেই সেলফি তুলতে চান নায়িকার সঙ্গে। জমতে থাকে ভিড়। বিপদ বুঝে সারা বলে বসেন, “এবার আমাকে এখান থেকে পালাতে হবে!’
তারপরেই দেখা যায় ছুটে পালাচ্ছেন তিনি। পিছনে একদল যুবক রীতিমতো ফোন নিয়ে ধাওয়া করেছেন নায়িকার পিছনে। ছুটে নিজের গাড়ির কাছে পৌঁছান সারা। তারপরেও মুক্তি নেই। সেখানেও দৌড়ে পৌঁছে যায় তারা। এত কিছুর পরেও রাগতে দেখা যায়নি সারাকে। ফের সেলফি তোলেন তিনি। তারপর নিজের গাড়িতে চেপে, হাসি মুখে হাত নাড়েন!