বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০২৩, ০৫:০৭:০৯

যা করে সেই মুন্নি ফের ভাইরাল!

যা করে সেই মুন্নি ফের ভাইরাল!

বিনোদন ডেস্ক: ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘বাজরঙ্গি ভাইজান’-এর মুন্নির কথা মনে আছে নিশ্চয়ই! ছোট্ট সেই বাচ্চা মেয়েটি অভিনয় আর উপস্থিতি দিয়ে জিতে নিয়েছিল কোটি দর্শকের হৃদয়। দর্শকদের কাছে মুন্নি নামে পরিচিত সেই হারশালি মালহোত্রা এখন যথেষ্ট বড়। বাজরাঙ্গি ভাইজানের পর আর কোনো চলচ্চিত্রে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে বিশাল ফ্যান ফলোয়িং উপভোগ করেন এই ক্ষুদে অভিনেত্রী। প্রায়ই ভক্তদের সঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন।

এবার সাম্প্রতিক একটি গানের তালে নেচে মুগ্ধ করলেন অনুরাগীদের।  সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ‘হুয়াট ঝুমকা’ গানে নেচেছেন হারশালি মালহোত্রা। তার নাচের ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিনেত্রী তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন।

তার পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘ট্রেন্ডের সঙ্গে যাচ্ছি, হুয়াট ঝুমকা?’ হারশালির ভিডিওটি শেয়ার হওয়া মাত্র ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ লিখেছেন, “আরে, মুন্নি বড় হয়ে গেল যে!” কেউ লিখেছেন, “আলিয়ার চেয়েও বেশি ভালো নেচেছেন।” কেউ হারশালির পর্দায় ফেরার প্রত্যাশা জানিয়ে লিখেছেন, “তোমাকে আবারো পর্দায় দেখার অপেক্ষায় আছি।

দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। আর ফিরেই বাজিমাৎ করলেন তিনি। করণ জোহর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর সিং, আলিয়া ভাট, শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চনের মতো তারকা। সিনেমাটি ৭ দিনে বক্স অফিসে প্রায় ৬৮ কোটি রুপি আয় করে নিয়েছে। সমালোচকদেরও প্রশংসা পাচ্ছে এটি। সূত্র : ইন্ডিয়া টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে